বাংলাদেশ, , বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

ইভাঙ্কা ট্রাম্প বিশ্বব্যাংক প্রধানের সম্ভাব্য তালিকায়

  প্রকাশ : ২০১৯-০১-১২ ১৯:৪০:১৮  

পরিস্হিতি২৪ডটকম : বিশ্বব্যাংকের বিদায়ী প্রেসিডেন্ট জিম ইয়ং কিমের স্থলে যুক্তরাষ্ট্র মনোনীত সম্ভাব্য প্রার্থীর তালিকায় জাতিসংঘে সাবেক মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কন্যা ও উপদেষ্টা ইভাঙ্কা ট্রাম্পের নাম রয়েছে। শুক্রবার লন্ডনভিত্তিক ফিনান্সিয়াল টাইমস এ খবর দিয়েছে। খবর এএফপি’র।
কিম সোমবার আকস্মিকভাবে বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের দায়িত্ব থেকে সরে যাওয়ার ঘোষণা দেন। তার দ্বিতীয় মেয়াদ শেষ হওয়ার তিন বছরের বেশি সময় আগে তিনি এমন ঘোষণা দিলেন।
ফিনান্সিয়াল টাইমসের খবরে বলা হয়, ইভাঙ্কা ট্রাম্প ও নিকি হ্যালির পাশাপাশি এ পদের নামের তালিকায় আরো অনেকের নাম আসছে। এদের মধ্যে ট্রেজারি আন্ডারসেক্রেটারি ফর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ডেভিড মালপাস ও যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার প্রধান মার্ক গ্রীন রয়েছেন। গত মাসে জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূতের পদ থেকে পদত্যাগ করেছিলেন হ্যালি।
শুক্রবার মার্কিন অর্থ বিভাগ এএফপি’কে জানায়, সম্ভাব্য প্রার্থীদের ব্যাপারে তাদের কোন মন্তব্য নেই। এক মুখপাত্র বলেন, অর্থ বিভাগ বিশ্বব্যাকের এ পদের জন্য উল্লেখযোগ্য সংখ্যক নামের সুপারিশ হাতে পেয়েছে।
তিনি বলেন, ‘মার্কিন মনোনয়নের জন্য আমরা অভ্যন্তরীণ পর্যালোচনা প্রক্রিয়ার কাজ শুরু করেছি। আমারা বিশ্বব্যাংকের নতুন নেতা নির্ধারণ করতে গভর্নরদের সঙ্গে কাজ করার অপেক্ষায় রয়েছি।’
এদিকে বিশ্বব্যাংক বোর্ড বৃহস্পতিবার জানায়, আগামী মাসের গোড়ার দিকে নতুন নেতা নির্বাচনের জন্য তারা মনোনয়নের কাজ শুরু এবং মধ্য-এপ্রিল নাগাদ কাউকে কিমের স্থলাভিষিক্ত করবে।



ফেইসবুকে আমরা