পরিস্হিতি২৪ডটকম : যৌন হয়রানির অভিযোগে ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (ইউএসটিসি) ইংরেজি বিভাগের অধ্যাপক মাসুদ মাহমুদ এর গায়ে কেরোসিন ঢেলে দিলো বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা। প্রতিবাদে সড়ক অবরোধ করেন তারা। এ ঘটনায় এক ছাত্রকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২ জুলাই) দুপুরে চট্টগ্রাম নগরীর ইউএসটিসি’র খুলশী ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। আটক মাহমুদুল হাসান (২২) ইউএসটিসি’র ইংরেজি বিভাগের মাস্টার্স শ্রেণির ছাত্র।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার দিলীপ কুমার বড়ুয়া বলেন, কিছু শিক্ষার্থী অধ্যাপক মাসুদ মাহমুদকে প্রকাশ্যে অফিস থেকে টেনে বের করে গায়ে কেরোসিন ঢেলে দিয়েছে। এটি বিশ্ববিদ্যালয়ের জন্য চরম অপমানজনক ঘটনা। আমরা পুলিশকে খবর দিয়েছি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ ঘটনায় ব্যবস্থা নেবে।
খুলশী থানার ওসি প্রণব চৌধুরী বলেন, অধ্যাপক মাসুদ মাহমুদের গায়ে কেরোসিন ঢেলে দেয়ার অভিযোগ প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাহমুদুল হাসান স্বীকার করেছে। ইউএসটিসির ভিসিকে অবহিত করেই তাকে আটক করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় ইউএসটিসির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার দিলীপ কুমার বড়ুয়া বাদী হয়ে মামলা করছেন।
তিনি বলেন, এর আগে ইউএসটিসির উপাচার্যসহ বৈঠকে বসেছেন শিক্ষকরা। শিক্ষার্থীরা ফয়’স লেকের সামনে সড়কে অবস্থান নেন। সেখানে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা। এ সময় যানজটের সৃষ্টি হয়। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
উল্লেখ্য, ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চট্টগ্রামের (ইউএসটিসি) ইংরেজি বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা বেশ কিছুদিন ধরে শ্রেণিকক্ষে ওই শিক্ষকের কাছ থেকে ক্রমাগত যৌন নিপীড়নের শিকার হওয়ার অভিযোগ করেছে আসছিলেন। গত ২৯ এপ্রিল ইউএসটিসির রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, অধ্যাপক মাসুদ মাহমুদের বিরুদ্ধে আনা যৌন নিপীড়নের অভিযোগ সত্য নয়।