পরিস্হিতি২৪ডটকম : করোনা অতিমারির কারণে আয়কর রিটার্ন জমা দেয়ার সময় বাড়লো আরও এক মাস। সোমবার (৩০ নভেম্বর) কর আইন-১ এর দ্বিতীয় সচিব মো. মহিদুল ইসলাম চৌধুরী স্বাক্ষরিত আদেশে এ তথ্য জানানো হয়।
করোনা পরিস্থিতিতে আয়কর মেলার শেষ দিনে সময় বাড়িয়ে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
আদেশে বলা হয়, ‘আয়কর অধ্যাদেশ-১৯৮৪ এর ধারা ১৮৪জি-তে প্রদত্ত ক্ষমতাবলে জাতীয় রাজস্ব বোর্ড, কোভিড-১৯ পরিস্থিতিতে সৃষ্ট অসুবিধার কথা বিবেচনায় নিয়ে, ব্যক্তি-শ্রেণির করদাতার ২০২০-২১ করবছরে আয়কর রিটার্নের দাখিল সময়সীমা (যা ট্যাক্স ডে নামে সংজ্ঞায়িত) ৩০ নভেম্বর ২০২০ থেকে ৩১ ডিসেম্বর ২০২০ পর্যন্ত বর্ধিত করলো।’
এর আগে সকাল থেকে আয়কর মেলার শেষ দিনে করদাতাদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে বিভিন্ন কর-অঞ্চলে।
উল্লেখ্য, গত ২৬ নভেম্বর পর্যন্ত দুই হাজার ৩৮৭ কোটি টাকার পরিশোধিত কর আদায় হয়েছে বলে জানিয়েছে এনবিআর। এ সময়ের মধ্যে ১৩ লাখ ২০ হাজার ৮২৫টি রিটার্ন দাখিল হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
All right reserved poristhiti24.com 2018-2022.
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত ও পরিস্থিতি২৪ডটকম লিমিটেড (রেজি. নং-১২৮৯৩১) দ্বারা পরিচালিত ।