বাংলাদেশ, , বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

আহলে বাইত-ই-রাসূল (স.) স্মরণে ৫ দিনব্যাপী পবিত্র শোহাদা-ই-কারবালা মাহফিল ১ম দিবস অনুষ্ঠিত

  প্রকাশ : ২০১৯-০৯-০৫ ১৩:২৪:২৭  

পরিস্হিতি২৪ডটকম : গতকাল ৪ সেপ্টেম্বর বুধবার বাদে আসর হইতে আহলে বাইত-ই-রাসূল (স.) স্মরণে ৫ দিনব্যাপী পবিত্র শোহাদা-ই-কারবালা মাহফিল বিবিরহাটস্থ গাউছিয়া হক ভাণ্ডারী খানকাহ শরীফ কমপ্লেক্স-এ ১ম দিবসের শুভ উদ্বোধন করেন শোহাদা-ই-কারবালা মাহফিল উদযাপন পরিষদের চেয়ারম্যান শেখ মোকসেদুর রহমান দুলাল ও সচিব মোহাম্মদ আলী। অধ্যক্ষ আল্লামা খায়রুল বশর বক্কানীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক এবং জননেত্রী শেখ হাসিনা হলের প্রভোষ্ট প্রফেসর ড. মোহাম্মদ হেলাল উদ্দিন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ির হযরত মুফতি গরীবউল্লাহ শাহ জামে মসজিদের খতিব হযরতুলহাজ্ব আল্লামা ওসমান গণি জালানী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান ও বিশিষ্ট রাজনীতিবিদ হোসাইন মোহাম্মদ আবু তৈয়ব, চট্টগ্রাম পাহাড়তলী প্রকৌশল বিশ্ববিদ্যালয় এন্ড কলেজ অধ্যাপক মোহাম্মদ গোফরান, বাংলাদেশ সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, দৈনিক পূর্বদেশ পত্রিকার সিনিয়র সম্পাদক অধ্যাপক আবু তালেব বেলাল, ইঞ্জিনিয়ার মোহাম্মদ রফিক। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইজভাণ্ডারী ট্রাস্টের কর্মকর্তা মাওলানা মোহাম্মদ নুরুল মোস্তফা, ব্যবসায়ী আলহাজ্ব জসিম উদ্দিন, এস.জেড.এইচ.এম ট্রাস্টের সহ-সভাপতি কাজী শাহরিয়ার মনির। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কার্ণেলহাট গাউসুল আযম জামে মসজিদের খতিব আল্লামা সৈয়দ আহমদুল হক মাইজভাণ্ডারী। এতে আরো উপস্থিত ছিলেন এম.মোকসেদুর রহমান হাসনু, অর্থ সচিব ফজলুল হক ফজু, সদস্য মোহাম্মদ সেলিম, আবদুল বাতেন, আলহাজ্ব সাহাব উদ্দিন, অনুষ্ঠান সমন্বয়কারী আল্লামা কাজী হাবীবুল হোসাইন, মোঃ ওমর ফারুখ, সদস্য নুর মোহাম্মদ, মিডিয়া সদস্য খোরশেদ আলম, মোরশেদুল করিম চৌধুরী, অভ্যর্থনা আহ্বায়ক মোঃ আশরাফ উদ্দিন ছিদ্দীকি, মনসুর আলম, কাজী মহসিন, মহিউদ্দিন জীবন, কামরুল হাসান টিপু, মোঃ আইয়ুব, জাহিদ সরোয়ার, অপু সরোয়ার, স্বাদ ইবনে আলম প্রমূখ। উপস্থাপনা করেন শোহদা-ই-কারাবালা মাহফিল উদযাপন পরিষদের সদস্য সৈয়দ আবু আহমদ ও মাওনালা মজিবুল হক। প্রধান অতিথি বলেন বর্তমান বিশ্ব এক চরম ক্রান্তিকাল অতিক্রম করছে। এ অশান্ত, অস্থিতিশীল পৃথিবীতে শান্তি ও সৌহার্দ্য প্রতিষ্ঠার জন্য শোহাদায়ে কারবালা তথা হযরত ইমাম হোসাইন (রা.) এর শাশ্বত শিক্ষা আমাদের সকলের জীবনে অনুকরণ ও প্রতিফলন করা অত্যন্ত জরুরী।
প্রেস বিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা