পরিস্হিতি২৪ডটকম : উত্তর চট্টলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ফটিকছড়িস্থ নানুপুর মাজহারুল উলুম গাউছিয়া ফাযিল ডিগ্রি মাদরাসার সাবেক মুহাদ্দিস অসংখ্য ওলামায়ে কেরাম’র শিক্ষাগুরু হযরতুলহাজ্ব আল্লামা হোসাইন আলী আরকানী (রঃ)’র বার্ষিক ওরশে পাক ও স্মরণ সভা অনূষ্ঠিত হয়। গত ১৮ আগষ্ট রবিবার সকাল দশটা হতে গাউছিয়া প্রাক্তন ছাত্র ফোরামের ব্যবস্থাপনায় ও হযরতুলহাজ্ব আল্লামা মুহাম্মদ জসিম উদ্দিন আবিদী সাহেবের সঞ্চালনায় অনুষ্ঠিত হয় এ স্মরণ সভা।
হযরতুলহাজ্ব আল্লামা হোসাইন আহমদ ফারুকী (মঃ জিঃ আঃ)’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এশিয়ার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার সাবেক উপাধ্যক্ষ হযরতুলহাজ্ব আল্লামা ছগীর আহমদ ওসমানী সাহেব (মঃ জিঃ আঃ)। বক্তব্য পেশ করেন হযরতুলহাজ্ব আল্লামা মুফতি আব্দুশ শাকুর আনছারী, হযরতুলহাজ্ব আল্লামা মুফতি মুহাম্মদ জসিম উদ্দিন আলক্বাদেরী, আল্লামা ইয়াছিন রজভী, আলহাজ্ব নূরুন্নবী রওশন। এ ছাড়াও উক্ত মাদরাসার প্রাক্তন ছাত্র যারা বিভিন্ন মাদরাসার গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত রয়েছেন এমন অনেক ওলামায়ে কেরাম ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
“গুণী জনদের মর্যাদা দিলে গুণী জন সৃষ্টি হয়।” এমন মন্তব্য করে বক্তারা আল্লামা আরকানী সাহেব হুযুর (রঃ)’র শিক্ষকতা জীবনের স্মৃতি ও হুযুরের হাতে গড়া দেশের খ্যাতনামা বড় বড় আলেম তৈরিতে ভূমিকাগুলো তুলে ধরেন। যারা দেশ বিদেশে বিভিন্ন ভাবে সুন্নিয়তের খেদমত আন্জাম দিয়ে যাচ্ছেন।
পরিশেষে মাওলানা নঈমুল হক নঈমীর পরিচালনায় মীলাদ-ক্বিয়াম,আখেরী মোনাজাত ও তাবাররুক বিতরণের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।
প্রেস বিজ্ঞপ্তি