বাংলাদেশ, , বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

আলামিয়া-নুরুল ইসলাম স্মৃতি ফাউন্ডেশনের সভায় বক্তারা : তথ্য প্রযুক্তির অপব্যবহার রোধে সচেতন হতে হবে

  প্রকাশ : ২০১৯-০৯-০৪ ১৯:১১:৩৪  

পরিস্হিতি২৪ডটকম : প্রযুক্তির বদৌলতে বিশ্ব আজ হাতের মুঠোয়। তথ্য প্রযুক্তির অবাধ ব্যবহারে আমরা মুহূর্তেই বিশ্বের অপর প্রান্তের খবরাখবর এ প্রান্তে বসে জানতে পারছি। যা অত্যন্ত সুখকর। এছাড়াও ইন্টারনেট ব্যবহার করে অনেক প্রয়োজনীয় কাজ সেরে ফেলছি ঘরে বা বাসায় বসে। আবার অনেক তথ্যও জানতে পারছি গুগলের মাধ্যমে। কিন্তু বিপত্তি তখনই যখন এই ইন্টারনেট প্রযুক্তির অপব্যবহার করা হয়। যখন প্রযুক্তির মাধ্যমে ফেসবুকের মত অ্যাপস করে অপপ্রচার বা মারাত্মক গুজব ছড়ানো হয়। এতে ক্ষতি হয় ব্যক্তি জীবনে, সামাজিক জীবনে ও ধর্মীয় জীবনে। তথ্য প্রযুক্তির এই অপব্যবহার রোধে এখনই সচেতন হতে হবে। তথ্য প্রযুক্তির অপব্যবহারের কুফল জানতে হবে। তা না হলে বিপদ প্রতি পদে পদেই। কেননা প্রতিটি সুফলের পেছনে কুফল দিক থাকে। তাই নিজ নিজ জায়গা থেকে সচেতন হতে হবে। আলামিয়া-নুরুল ইসলাম স্মৃতি ফাউন্ডেশনের আয়োজিত প্রতিবাদ সভায় বক্তারা উল্লেখিত বক্তব্য রাখেন।৩ সেপ্টম্বর বিকাল ৩টায় নগরীর বহদ্দারহাটস্থ কাশ্মীর রেস্টুরেন্টে আলামিয়া-নুরুল ইসলাম স্মৃতি ফাউন্ডেশনের চেয়ারম্যান, কলামিস্ট, প্রাবন্ধিক ও দৈনিক ভোরের দর্পণ পত্রিকার বিভাগীয় প্রধান নুর মোহাম্মদ রানার ফেসবুক আইডি হ্যাক করে মিথ্যা অপপ্রচার ও গুজব ছড়ানোর প্রতিবাদে উক্ত প্রতিবাদ সভার আয়োজন করা হয়। বাংলাদেশ পরিবেশ উন্নয়ন সোসাইটি (বাপউস)’র চেয়ারম্যান এ কে এম আবু ইউসুফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের শিক্ষা ও স্বাস্থ্য কর্মকর্তা আবদুর রহিম। সংগঠক ও বাপউস’র স্হায়ী সদস্য সুরেশ দাশের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (অব.) পুলিশ কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা কবি মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্রের সভাপতি সোহেল মো. ফখরুদ-দীন, বাংলাদেশ পরিবেশ উন্নয়ন সোসাইটি (বাপউস)’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ডা. মোহাম্মদ জামাল উদ্দিন, দৈনিক বায়েজিদের বার্তা সম্পাদক স ম জিয়াউর রহমান। এতে আরো বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক ও কলামিস্ট মোহাম্মদ সাইফুদ্দিন, আলোকচিত্রী ওচমান জাহাঙ্গীর, জেলা স্কাউটসের সাবেক সাধারণ সম্পাদক এস এম শাহনেওয়াজ আলী মির্জা, চসিক কর্মকর্তা লায়ন মোহাম্মদ আবু তাহের, যুবনেতা মোহাম্মদ বেলাল, মোহাম্মদ জোবায়ের, আবদুর রাজ্জাক, অনুতোষ দত্ত বাবু, সমীরণ ঘোষ, ইয়াহিয়া, ছোটন চাকমা প্রমুখ।
প্রেস বিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা