পরিস্হিতি২৪ডটকম : কোরআনুল কারিম সর্বকালের সর্বশ্রেষ্ঠ মুজিযা। আর মহান আল্লাহ মানবজাতিকে সৃষ্টি করেই ছেড়ে দেননি; বরং তাকে সঠিক পথে পরিচালনা করার জন্য, অন্ধকার থেকে আলোর পথ দেখানোর জন্য এ কোরআন দিয়েই সর্বশেষ নবী মুহাম্মদ (সা.)-কে প্রেরণ করেছেন। কারণ মহাগ্রন্থ আল কোরআন এক শাশ্বত গ্রন্থ। বিজ্ঞানের চরম উৎকর্ষের এই যুগে মানুষ তার মধ্য থেকে নতুন নতুন অনেক তত্ত্ব ও উপাত্ত আবিষ্কার করছে। শিল্প-সাহিত্য, সামাজিক নীতি-আদর্শ, সমরনীতি, রাজনৈতিক দিকনির্দেশনা, যুগ-জিজ্ঞাসার জবাব, সব কিছুই রয়েছে এ কোরআনের মধ্যে। পবিত্র কোরআনই সব মানবহিতৈষী জ্ঞান-বিজ্ঞানের আধার বা মৌলিক সূত্র। গতকাল ১৫ নভেম্বর ২০২০ রবিবার শাহ্ সাহেব কেবলা চুনতী কর্তৃক প্রবর্তিত ১৯ দিন ব্যাপী সীরতুন্নবী (স.) এর ৫০তম মাহফিলের ১৮তম দিনের অনুষ্ঠানে কক্সবাজার হাশেমিয়া কামিল মাদরাসার উপাধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মুহাম্মদ আজিজুল হক উপরোক্ত কথাগুলো বলেন। এ দিন বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া-লোহাগাড়া আসনের সাংসদ প্রফেসর ড. আবু রেজা নিজাম উদ্দিন নদভী। বাদ আছর শুরু হওয়া এই মাহফিলে সভাপতিত্ব করেন পটিয়া জিরি আল জামিয়াতুল ইসলামিয়ার মুহতামিম আলহাজ্ব মাওলানা মুফতি মুহাম্মদ খোবাইব। শুরুতে কোরআন তেলাওয়াত করেন চুনতী হা-মীম একাডেমীর শিক্ষক মুহাম্মদ আবদুল আহাদ সিকদার। বাদে মাগরিবের অধিবেশনে কবর জীবন ও আযাবে কবর সম্পর্কে বিশদ আলোচনা করেন আলহাজ্ব মাওলানা হাফিজুর রহমান ছিদ্দিকী কুয়াকাটা। তিনি বলেন, মৃত্যুর পর কবরই হচ্ছে মানুষের একমাত্র আবাস। জান্নাতি রুহ কবরে শান্তির ঘুম ঘুমাবে আর জাহান্নামি রুহ নানা শাস্তি ভোগ করবে। কেয়ামত পর্যন্ত সকল মৃত প্রাণই এ কবরে সওয়াল জওয়াবের মুখোমুখি হবে। যে সঠিক জবাব দিতে পারবে তার জন্য সুসংবাদ আর যে ‘লা জওয়াব’ অর্থাৎ নিরুত্তর হবে তার জন্য এ কবর হবে দুঃখের ঘর। বাদ মাগরিবের অধিবেশনে কোরআন তেলাওয়াত করেন চুনতী হাকিমিয়া কামিল মাদরাসার শিক্ষক কারী মাওলানা মুহাম্মদ রবি উল্লাহ ও নাতে রাসুল (সা.) পরিবেশন করেন জিয়াউদ্দিন আল আজাদ। চুনতী হাকিমিয়া কামিল মাদরাসার উপাধ্যক্ষ ফারুক হোসাইন ও সিনিয়র শিক্ষক জিয়াউল করিমের যৌথ সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন ইসলামি আরবী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাওলানা আহসান উল্লাহ, মাহফিল মোতাওয়াল্লী কমিটির সহ-সভাপতি মিয়া মোহাম্মদ গোলাম কবির, ইসমাইল মানিক, সাংগঠনিক সম্পাদক শাহজাদা আবদুল মালেক ইবনে দিনার নাজাত, মুহাম্মদ মাহবুবুল হক, সাইফুদ্দিন মোহাম্মদ তারেক, কাজী আরিফ, জাহেদুর রহমান, মাহফিল পরিচালনা কমিটির সদস্য তৈবুল হক বেদার, মুহাম্মদ ফুরকান হোসেন চৌধুরী, চুনতী হা-মীম একাডেমীর শিক্ষক হাফেজ মুহাম্মদ রবিউল হাসান প্রমুখ। খোৎবায়ে ছদর, মিলাদ শরীফ, মুনাজাত ও তবারুক পরিবেশনের মাধ্যমে মাহফিলের সমাপ্তি হয়।
প্রেস বিজ্ঞপ্তি