পরিস্হিতি২৪ডটকম/এনামুল হক নাবিদ,আনোয়ারা প্রতিনিধি : চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় জেলা মৎস্য কর্মকর্তার বিশেষ কম্বিং অপরেশন পরিচালনা করে লক্ষ টাকার নিষিদ্ধ জাল ও জাটকা জব্দ করেছে মোবাইল কোর্ট। নিষিদ্ধ জালের মধ্যে রয়েছে ৫টি বেহুদী জাল। বুধবার (৭ জানুয়ারি ) দিন ব্যাপী নিষিদ্ধ জাল নির্মূল করণের লক্ষে মোবাইল কোর্ট পরিচালনা করে এই জাল ও জাটকা জব্দ করা হয়। জব্দকৃত অবৈধ জালের আনুমানিক মূল্য ১ লক্ষ টাকা।এসময় জব্দকৃত অবৈধ জাল গুলি পুড়িয়ে দেওয়া হয় এবং জাটকা গুলো এতিমখানায় বিতরণ করা হয়।
বিশেষ কম্বিং অপরেশন পরিচালানা করেন জেলা ও উপজেলা মৎস্য কর্মকর্তারা। অপারেশনে সার্বিক সহযোগিতা করেন বাংলাদেশ কোষ্ট গার্ডের সদস্য ও নৌ পুলিশের সদস্যরা।
All right reserved poristhiti24.com 2018-2022.
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত ও পরিস্থিতি২৪ডটকম লিমিটেড (রেজি. নং-১২৮৯৩১) দ্বারা পরিচালিত ।