পরিস্হিতি২৪ডটকম : আজ থেকে চট্টগ্রামে শুরু হয়েছে একুশে বইমেলা। এই মেলা চলবে ১৯ দিনব্যাপি ।আজ রোববার (১০ ফেব্রুয়ারি) বিকেল পাঁচটায় তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ ফেস্টুন উড়িয়ে একুশে বইমেলা উদ্বোধন করেন। এতে ঢাকা ও চট্টগ্রামের ১১০টি প্রকাশকের স্টল রয়েছে। প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে। ছুটির দিন সকাল ১০টা থেকে মেলা শুরু হবে।
উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন চসিক মেয়র আ জ ম নাছির উদ্দীন। স্বাগত বক্তব্য দেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামশুদ্দোহা।
এতে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ ড. মোহীত উল আলম, প্রকৌশলী আলী আশরাফ, কবি সাথী দাশ, আশীষ সেন, আনন্দ মোহন রক্ষিত, লেখক সাখাওয়াত হোসেন মজনু, মর্জিনা আকতার, সংস্কৃতি সংগঠক দেওয়ান মাকসুদ, শেখ শওকত ইকবাল, কাউন্সিলর সাইয়্যেদ গোলাম হায়দার মিন্টু, সলিমুল হক চৌধুরী বাচ্চু, মো. জোবায়ের, হাসান মুরাদ বিপ্লব, আবিদা আজাদ প্রমুখ।
All right reserved poristhiti24.com 2018-2022.
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত ও পরিস্থিতি২৪ডটকম লিমিটেড (রেজি. নং-১২৮৯৩১) দ্বারা পরিচালিত ।