বাংলাদেশ, , শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

আজ অসুস্থ সুবীর নন্দীকে সিঙ্গাপুরে নেওয়া হবে

  প্রকাশ : ২০১৯-০৪-২৯ ১৫:২৭:৪৩  

পরিস্হিতি২৪ডটকম : গুরুতর অসুস্থ প্রখ্যাত সঙ্গীত শিল্পী সুবীর নন্দীকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে উন্নত চিকিৎসার জন্য আজ সোমবার সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হচ্ছে।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন একুশে পদক প্রাপ্ত শিল্পী সুবীর নন্দীর উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর নির্দেশে এয়ার এ্যাম্বুলেন্সযোগে সোমবার সিঙ্গাপুর নিয়ে যাওয়া হচ্ছে।

হৃদরোগে আক্রান্ত হলে শিল্পী ও সুরকার সুবীর নন্দীকে গত ১৪ এপ্রিল ঢাকা সিএমএইচ-এ ভর্তি করা হয়। তারপর থেকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা গুরুতর অসুস্থ এই শিল্পীর চিকিৎসার বিষয়ে নিবিড়ভাবে মনিটর করছেন।

জনপ্রিয় কণ্ঠশিল্পী সুবীর নন্দী দীর্ঘ ৪০ বছরের ক্যারিয়ারে গেয়েছেন আড়াই হাজারেরও বেশি গান। বেতার থেকে টেলিভিশন, তারপর চলচ্চিত্রেও উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় গান। চলচ্চিত্রে প্লেব্যাক করে চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন তিনি। আর চলতি বছরে সংগীতে অবদানের জন্য বাংলাদেশ সরকার দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদকে ভূষিত করেছে কণ্ঠশিল্পী সুবীর নন্দীকে।



ফেইসবুকে আমরা