বাংলাদেশ, , রোববার, ৮ সেপ্টেম্বর ২০২৪

আগিমীকাল ঐতিহাসিক ড.মুহম্মদ এনামুল হকের মৃত্যু বার্ষিকী

  প্রকাশ : ২০২০-০২-১৫ ২০:০৮:৫৪  

পরিস্হিতি২৪ডটকম : চট্টগ্রামের কালজয়ী মনীষী, বাংলাদেশের প্রখ্যাত শিক্ষাবিদ, ইতিহাসবিদ, ভাষাবিজ্ঞান, বহুগ্রন্থপ্রনেতা ঐতিহাসিক ড.মুহম্মদ এনামুল হকের মৃত্যু বার্ষিকী আগামীকাল ১৬ ফেব্রুয়ারী। এই উপলক্ষে ইতিহাস পত্রিকা কিরাত বাংলার আয়োজনে দুপুরে ফটিকছড়িস্থ মরহুমের কবরে দোয়া ও পুস্পমাল্য অর্পন করা হবে।আগ্রহীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করাহলো। উল্লেখ যে, ড.মুহম্মদ এনামুল হক ২০ সেপ্টেম্বর ১৯০২ জন্মগ্রহণ করেন। তিনি ১৬ ফেব্রুয়ারি ১৯৮২ সালে মৃত্যু বরন করেন। ছিলেন একজন বাঙালি শিক্ষাবিদ, ভাষাবিদ ও সাহিত্যিক। তিনি প্রাচীন চট্টগ্রামের ফটিকছড়ির বখতপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯২৯ সালেকলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি বাংলায় এম.এ. পরীক্ষায় প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেন এবং স্বর্ণপদক লাভ করেন।কর্মজীবনে তিনি বিভিন্ন সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সরকারি কলেজে বাংলার অধ্যাপক, বিভিন্ন সরকারি কলেজে অধ্যক্ষ, বাংলা একাডেমির প্রথম পরিচালক, বাংলা উন্নয়ন বোর্ডের পরিচালক, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বাংলার অধ্যাপক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরী কমিশনের সদস্য, ঢাকা জাদুঘরের সিনিয়র রিসার্চ ফেলো ছিলেন। তাঁর কর্মকে সম্মান জানিয়ে প্রেসিডেন্ট পুরস্কার, বাংলা একাডেমী পুরস্কার (১৯৬৪), একুশে পদক (১৯৭৯),স্বাধীনতা পুরস্কার (১৯৮৩)প্রাপ্ত হন।তাঁর উল্লেখ যৌগ্য গবেষনা ও গ্রন্থগুলো হলো, চট্টগ্রামী বাংলার রহস্য ভেদ, আরাকান রাজসভায় বাংলা সাহিত্য, বঙ্গে সূফী প্রভাব, বাংলা ভাষার সংস্কার,পূর্ব পাকিস্তানে ইসলামব্যাকরণ, মুসলিম বাঙলা সাহিত্য, বুলগেরিয়া ভ্রমণ সহ আরো অনেক মুল্যবান গ্রন্থ সমুহ।তিনি ১৬ ই ফেব্রুয়ারি ১৯৮২ সাল মারা যান।
প্রেস বিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা