বাংলাদেশ, , শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

আগামী ১৩ জুন বাজেট ঘোষণা

  প্রকাশ : ২০১৯-০৫-১৪ ১২:২৫:৩৭  

পরিস্হিতি২৪ডটকম : চলতি একাদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু হচ্ছে আগামী ১১ জুন মঙ্গলবার। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সাংবিধানিক ক্ষমতাবলে ওইদিন বিকাল ৫ টায় এই অধিবেশন আহ্বান করেছেন। এই অধিবেশনেই আগামী ১৩ জুন বৃহস্পতিবার এ সরকারের প্রথম ও ২০১৯-২০ অর্থবছরের বাজেট প্রস্তাব করা হবে।​

একাদশ সংসদের তৃতীয় অধিবেশন হলেও এটা মূলত এই সংসদ ও বর্তমান সরকারের প্রথম বাজেট অধিবেশন। ইতিমধ্যে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বাজেট পেশের এ তারিখের ঘোষণা দিয়েছেন। এর ফলে বাজেট অধিবেশন হিসেবে সংসদের তৃতীয় অধিবেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এরআগে একাদশ সংসদের দ্বিতীয় অধিবেশন গত গত ২৪ এপ্রিল শুরু হয়ে ৩০ এপ্রিল শেষ। ওই অধিবেশনে বিএনপি থেকে নির্বাচিত ৫ জন সংসদ সদস্য শপথ গ্রহণ করে অধিবেশনে অংশ নেন।



ফেইসবুকে আমরা