বাংলাদেশ, , বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

আগামী বুধবার শেখ হাসিনার ট্রেনে গুলির মামলার রায়

  প্রকাশ : ২০১৯-০৭-০১ ১৬:২৩:১৪  

পরিস্হিতি২৪ডটকম : পাবনার ঈশ্বরদীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী ট্রেনে হামলার মামলার রায় আগামী বুধবার। আজ সোমবার মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায় ঘোষণার জন্য এ দিন ধার্য করেন।
পাবনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে অভিযুক্ত বিএনপির ৩০ নেতা-কর্মীর উপস্থিতিতে উভয়পক্ষের আইনজীবীরা তাদের যুক্তি তুলে ধরেন। উভয়পক্ষের বক্তব্য শুনে বিচারক রোস্তম আলী রায় ঘোষণার দিন ঠিক করেন।
এর আগে রবিবার মামলার সাক্ষ্য ও জেরা শেষে একই বিচারক ৩০ আসামির জামিন বাতিল করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
আজ এই মামলার প্রধান আসামি ঈশ্বরদী পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু এবং অন্যতম আসামি পৌর বিএনপির সাবেক সভাপতি ও ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র মকলেছুর রহমান বাবলু আদালতে উপস্থিত ছিলেন। বিএনপি নেতা হুমায়ুন কবীর দুলাল আদালতে হাজির না থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন গোলাম হাসনায়েন, আখতারুজ্জামান মুক্তা, ওবায়দুল হক। আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট নুরল ইসলাম গ্যাদা, মাসুদ খন্দকার, সনৎ কুমার।



ফেইসবুকে আমরা