বাংলাদেশ, , শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

আইপিডিসি উদ্যোক্তা উৎসব শুরু

  প্রকাশ : ২০১৯-০৫-০৫ ১৩:৩৮:২৭  

পরিস্হিতি২৪ডটকম : চট্টগ্রামকে উদ্যোক্তা বান্ধব নগরীতে পরিণত করার আশাবাদ একসময়ের উদ্যোক্তার শহর হিসাবে পরিচিত বন্দর নগরী চট্টগ্রামকে পুনরায় উদ্যোক্তা বান্ধব নগরীতে পরিণত করার আশাবাদ ব্যক্ত করেছেনচ ট্টগ্রামের নগরপিতা আ জ ম নাছির উদ্দীন। নগরীর এন মোহাম্মদ কনভেনশন সেন্টারে শুরু হওয়া দুই দিন ব্যাপী উদ্যোক্তা উৎসবের উদ্বোধন করার সময় তিনি এ কথা বলেন। নগরকে গড়ে তোলায় সকল নাগরিকের সমান দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি এ কাজে সবার সহযোগিতা কামনা করেন। আগ্রাবাদে একটি সফটওয়্যার টেকনোলজি পার্ক ও কালুরঘাটে হাই টেকপার্ক গড়ে তোলা হচ্ছে জানিয়ে তিনি জানান তরুণদের সহায়তা দেওয়ার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে।
বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন),ফেসবুক ভিত্তিক গ্রুপ চাকরি খুঁজবনা চাকরি দেব’ এবং আমরা চট্টগ্রামের আয়োজনে ৩য় বারের মত শুরু হয়েছে আইপিডিসি চট্টগ্রাম উদ্যোক্তা উৎসব ২০১৯। উদ্বোধনী পর্বে আরও বক্তব্য রাখেন চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি মাহবুবুল আলম ও সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র প্রফেসর রেখা আলম। উদ্বোধনী পর্বে চট্টগ্রামের তরুণ ও নবীন উদ্যোক্তাদের সঙ্গে প্রাজ্ঞ উদ্যোক্তাদের জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়, উদ্যোক্তার পথচলার চ্যালেঞ্জ উত্তরণ এবং দেশে উদ্যোক্তা বান্ধব একটি পরিবেশ গড়ে তোলার উদ্দেশ্যে তৃতীয় বারের মত এই উদ্যোক্তা উৎসবের আয়োজন করা হয়েছে। এতে থাকছে ৮টি সেমিনার ও কর্মশালা। এছাড়া উদ্যোক্তা উৎসবে নির্বাচিত উদ্যোক্তারা বিনিয়োগকারীদের সামনে তাদের প্রস্তাব তুলে ধরারও সুযোগ পাবেন।বিভিন্ন কর্মশালা ও সেশনে ৩৫জন উদ্যোক্তা, বিশেষজ্ঞ, পেশা জীবী ও শিক্ষাবিদগণ বক্তা ও প্যানেলিস্ট হিসাবে যোগ দিবেন।
প্রেসবিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা