পরিস্হিতি২৪ডটকম : লাইফ সাপোর্টে রাখা হয়েছে গীতিকার ও সুরকার আলাউদ্দিন আলীকে। শারীরিক অবস্থা খারাপের দিকে গেলে শুক্রবার সকাল ৭টায় তাকে লাইফ সাপোর্টে দেয়া হয়।
মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক আশীষ কুমার চক্রবর্তী জানায়, তার রক্তে কার্বন ডাই-অক্সাইডের মাত্রা বেড়ে গেছে। তার জীবন ঝুঁকির মধ্যে রয়েছে।
এর আগে মঙ্গলবার গীতিকারকে মহাখালীর আয়েশা মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়েছিল। দীর্ঘদিন ধরে তিনি শ্বাষকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন। মঙ্গলবার রাতে সেই সমস্যা তীব্র হলে দ্রুত তাকে হাসপাতালে নেয়া হয়। এরপর ওই হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন তিনি।
আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী সংগীত পরিচালক আলাউদ্দিন আলীর জন্ম ১৯৫২ সালের ২৪ ডিসেম্বর মুন্সীগঞ্জে। প্রায় তিন শতাধিক চলচ্চিত্রের গানে সুর দিয়েছেন তিনি।
আলাউদ্দিন আলীর সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তার মেয়ে আলিফ আলাউদ্দিন। বাবার অসুস্থতা ঘিরে যেন কোনো ধরনের গুজব ছড়ানো না হয় সে অনুরোধও রেখেছেন তিনি।
All right reserved poristhiti24.com 2018-2022.
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত ও পরিস্থিতি২৪ডটকম লিমিটেড (রেজি. নং-১২৮৯৩১) দ্বারা পরিচালিত ।