মাওলানা আমিনুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় হতে মাস্টার্স শেষ করার পর মাদীনা ইউনিভার্সিটিতে উচ্চ শিক্ষার জন্য স্কলারশিপে সুযোগ পায়। কিন্তু তিনি তাঁর দাদা মুফতি শফিউর রহমানের নির্দেশে সেখানে না গিয়ে তাঁর দাদার প্রতিষ্ঠিত জোয়ারা ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় যোগদান করেন। তিনি ছাত্রদের কে কুরআন-হাদীসের পাশাপাশি ধর্মীয় ও আরবী শিক্ষা দেয়া, ইসলামী আদর্শ ও চেতনা জাগ্রত করা, আদর্শবান ও চরিত্রবান হিসেবে গড়ে তোলা, হানাফী মাযহাবের আলোকে আহলে সুন্নাত ওয়াল জামাআত তথা সঠিক সুন্নী মতাদর্শ প্রচার প্রসার করাই এই আলেমে দ্বীনের একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্য। যার ফলশ্রুতিতে গড়ে উঠেছে সুন্নী মতাদর্শ ভিত্তিক ইসলামী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার বিপুল সংখ্যক কর্মীবাহিনী। তিনি একজন আলা হযরত গবেষক,রেযা প্রেমিক, রেজভী সাহিত্যচর্চার একনিষ্ঠ সেবক, কাদেরিয়া রেজভীয়া তরিকতের বিশিষ্ট খাদেম হিসেবে মাযহাবে আহলে সুন্নাত ওয়াল জামাআতের প্রচার প্রসারে অগ্রণী ভূমিকা পালন করে আসছেন।
তিনি ছাত্রজীবন থেকে লেখালেখি শুরু করেন।বিভিন্ন ম্যাগাজিন, মাসিক পত্রিকা সহ আঞ্চলিক ও জাতীয় পত্রিকায় তার প্রবন্ধ-নিবন্ধ, গবেষণা ধর্মী লেখা গুরুত্ব সহকারে প্রকাশিত হয়েছে। তাছাড়া তিনি অসংখ্য কিতাব অনুবাদ ও রচনা করেন। বিশিষ্ট লেখক,অনুবাদক ও গবেষক অধ্যক্ষ মাওলানা আমিনুর রহমান এর অনুদিত ও লিখিত বইসমূহ:
প্রকাশিত:
১।ইসলাম ও খৃষ্টবাদ।
২।ত্রি-রত্ন সেমিনার: প্রতিবেদক।
৩।রেফাঈয়া তরীকতের মূলনীতি।
৪।গাউছুল আযম খুলনবী (রহ)।
৫।চারজন বরেণ্য রেজভী গবেষক।
৬।মুহাদ্দিসে আযমে পাকিস্তান(রহ)।
৭।দাওয়াতে খাচ।
৮।খন্দানে রেজভীয়া: পরিচিতি
৯।প্রাচ্যবিদগণের নিরপেক্ষতা ও পক্ষপাতিত্ব।
১০।তরীকতের বিধানাবলীরর মর্মকথা।
১১।মাতা-পিতার হক।
১২।গ্রন্থ পরিচিতি ও লেখক পরিচিতি।
১৩।হাদীস শাস্ত্রের ইতিহাস।
১৪।জশনে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম।
১৪।মুফতী সৈয়দ আমীমুল ইহছান (রহ)’র গ্রন্থবলী।
১৫।অনুবাদ: আল অজীফাতুল কারীমাহ (মূল: ইমাম আহমদ রেযা খান)
১৬।মি’রাজুন্নবী সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম।
১৭।মাশায়েখে কাদেরীয়া রেজভীয়া:পরিচিতি।
১৮।মুফতী সৈয়দ আমীমুল ইহছান (রহ) আধ্যাত্মিক জীবন।
১৯।সংক্ষেপে সীরাতে রাসূল রাসূল সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম।
২০।ফরয নামাজান্তে মুনাজাতের বিধান।
২১।মৃত্যুর পর ঘরে আত্মার আগমন।
২২।স্বপ্নযোগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম।
২৩।নবীগণের জন্য আলায়হিমুছ ছালাম বলা প্রসঙ্গে।
২৪।আদবে শায়খ ও মুরীদান।
২৫।মাযারে গম্বুজ নির্মাণে ফায়সালা।
২৬।বৃদ্ধা আঙ্গুলে চুম্বনের বিধান।
২৭।ইসলাম, বিজ্ঞান ও ইমাম আহমদ রেযা।
২৮।সিরাজুম মুনীর।
২৯।তাওসীফে মিল্লাত এর স্বরণীয় সফরে হজ্ব।
অপ্রকাশিত:
৩০।মুফতীয়ে আযমে হিন্দ ও তাঁর খোলাফা।
৩১।মুফতী আহমদে খান নঈমী : জীবন ও কর্ম।
৩২।কুতুবীয়ে মাদীনা : জীবন ও কর্ম।
৩৩।জিয়া এ মাদীনা : জীবন ও কর্ম।
৩৪। গাজ্জালিয়ে জামান।
৩৫।সৈয়্যিদ কাজেমী : জীবন ও কর্ম।
৩৬।ইউসুফ বিন ঈসমাইল নাবহানী:জীবন ও কর্ম।
৩৭।মুফতী সৈয়্যদ আমীমুল ইহসান (রহ):জীবন ও কর্ম।
৩৮।আল্লামা সদরুল আফাজিল: জীবন ও কর্ম।
৩৯। সবুজ গম্বুজ : একটি তাত্ত্বিক বিশ্লেষণ।
বহু প্রতিভাবন ব্যক্তিত্ব অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আমিনুর রহমান আলেম সমাজ এবং লেখক ও গবেষক সমাজের অহংকার। আল্লাহ পাক তাঁর এই দ্বীনী খেদমতকে কবুল করুক। একই সাথে তাঁকে দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য দান করুক।