বাংলাদেশ, , সোমবার, ৪ নভেম্বর ২০২৪

সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন জাপা চেয়ারম্যান এরশাদ

  প্রকাশ : ২০১৯-০১-০৬ ১৮:৪২:০৪  

পরিস্হিতি২৪ডটকম : সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। রবিবার দুপুর ১২টার দিকে জাতীয় সংসদ ভবনে তাকে শপথ বাক্য পাঠ করান জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি রংপুর-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।শপথ অনুষ্ঠানে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও সংসদ সদস্য জিএম কাদের এবং মহাসচিব মসিউর রহমান রাঙ্গা উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ, সৈয়দ আবু হোসেন, মেজর খালেদ, ফখরুল ইমাম, রুস্তম আলী ফরাজী, পীর ফজলুর রহমান ও শামীম হায়দার পাটোয়ারী।



ফেইসবুকে আমরা