বাংলাদেশ, , শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

শ্রীশ্রীওঁকার গীতা ও প্রাচ্য বিদ্যা নিকেতন-এর ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বশান্তি গীতাযজ্ঞ অনুষ্ঠিত

  প্রকাশ : ২০২১-০৮-১০ ১৫:১১:৪৯  

পরিস্হিতি২৪ডটকম : “শ্রীশ্রী গীতার আলো, ঘরে ঘরে জ্বালো”এই শ্লোগান সামনে রেখে বাগীশিকের মূলনীতি “শ্রীশ্রী গীতানুগত্য-বিশ্বমানবতা-সংঘশক্তি”-এর অনুপ্রেরণায় ফরহাদাবাদ শীলবাড়ি পূজা উদযাপন পরিষদ পরিচালিত নাজিরহাট নতুন রাস্তার মোড়স্থ শীল বাড়ি প্রাঙ্গণে শ্রীশ্রীওঁকার গীতা ও প্রাচ্য বিদ্যা নিকেতন-এর ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী ও যোগাচার্য পরমহংস শ্রীমৎ স্বামী জ্যোতিশ্বরানন্দ গিরি মহারাজের শুভ জন্মতিথি স্মরণ এবং বিশ্ব করোনা মহামারী কোভিড-১৯ হতে মুক্তি কামনায় বিশ্বশান্তি গীতাযজ্ঞ বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠিত হয়। উক্ত গীতাযজ্ঞে পৌরহিত্য করেন ফটিকছড়ি কেন্দ্রীয় লোকনাথ সেবাশ্রম ও কাটিরহাট লোকনাথ সেবাশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ উজ্জ্বলানন্দ ব্রহ্মচারী মহারাজ। আরো অংশগ্রহণ বিভিন্ন মঠআশ্রমের মহাত্মা মহারাজবৃন্দ। উৎসব উদযাপন পরিষদের সভাপতি শ্রী তন্নী শীলের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ইমন শীলের পরিচালনায় এতে আরও উপস্থিত ছিলেন বাগীশিক ফরহাদাবাদ ইউনিয়ন সংসদ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ফরহাদাবাদ ইউনিয়ন শাখার ও ফরহাদাবাদ শীলবাড়ি পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দসহ শ্রীশ্রীওঁকার স্কুলের অধ্যক্ষ, শিক্ষক, শিক্ষিকা ও ছাত্রছাত্রীবৃন্দ। অনুষ্ঠান সুষ্ঠু ও সুন্দরভাবে সুসম্পন্ন হওয়ায় আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন শ্রীশ্রী গীতাযজ্ঞ উৎসব উদযাপন পরিষদের প্রধান উপদেষ্ঠা পাঁচকড়ি শীল, প্রধান পৃষ্ঠপোষক ডা. জয়টু কুমার শীল ও সভাপতি তন্নী শীল, সাধারণ সম্পাদক ইমন শীল।
প্রেস বিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা