বাংলাদেশ, , শনিবার, ২ নভেম্বর ২০২৪

লোহাগাড়ায় ১৭টি স্মার্ট ফোনসহ ২ যুবককে আটক

  প্রকাশ : ২০২২-১১-০৪ ২০:২১:০৪  

পরিস্থিতি২৪ডটকম : চট্টগ্রাম জেলার লোহাগাড়ায় ১৭টি স্মার্ট ফোনসহ ২ যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার  (৩ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার বড়হাতিয়ার সেনেরহাট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।
শুক্রবার সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
তারা হলেন- চন্দনাইশের দোহাজারী উত্তর দেয়ারকুর এলাকার মো. আবু তাহেরের ছেলে মো. আসাব উদ্দিন (৪০) ও লোহাগাড়ার বড়হাতিয়া ৩ নম্বর ওয়ার্ড এলাকার মো. নুরুল আলমের ছেলে মো. সাকিব (২৮)।

লোহাগাড়া থানার ওসি মুহাম্মদ আতিকুর রহমান বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে ১৭টি স্মার্ট ফোনসহ ২ যুবককে আটক করে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আজ সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

 



ফেইসবুকে আমরা