বাংলাদেশ, , বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫

লাভ বাংলাদেশ ফাউন্ডেশন চট্টগ্রাম মহানগর শাখার সম্মেলন অনুষ্ঠিত

  প্রকাশ : ২০১৮-১২-০৮ ১৪:৩৫:১২  

পরিস্হিতি২৪ডটকম : গত ৬ ডিসেম্বর বৃহস্পতিবার চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন হলরুমে লাভ বাংলাদেশ ফাউন্ডেশন চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। লাভ বাংলাদেশ ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক সাংবাদিক বজলুল হক এর সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন শহীদুল ইসলাম চৌধুরী দুলদুল। স্বাগত বক্তব্য রাখেন সোহেল মোহাম্মদ ফখরুদ্দীন।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেরন সান স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ ও মেরিট বাংলাদেশ ফাউন্ডেশন ট্রাস্ট এর চেয়ারম্যান ড. মোহাম্মদ সানাউল্লাহ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির কেন্দ্রীয় মহাসচিব মোজাম্মেল হক, প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন লাভ বাংলাদেশ ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা সভাপতি, দৈনিক আমাদের বাংলা ও দৈনিক আমাদের চট্টগ্রাম এর সম্পাদক ও প্রকাশক মিজানুর রহমান চৌধুরী।

আরো বক্তব্য রাখেন বাংলাদেশ এডিটরস ফোরামের কেন্দ্রীয় প্রচার সম্পাদক সাংবাদিক সুব্রত নাথ, নিউজ গার্ডেনের সম্পাদক কামরুল হুদা, পরিস্থিতি২৪ডট কমের সম্পাদক এ,কে,এম.আবু ইউসুফ, আনোয়ারা প্রেসক্লাবের সভাপতি আবদুল নূর চৌধুরী, আনোয়ারা প্রেস ক্লাবের সদস্য মোহাম্মদ সালাউদ্দিন, , দৈনিক আমাদের বাংলা’র রিপোর্টার এম সাদ্দাম হোসাইন সাজ্জাদ, দৈনিক আমাদের কক্সবাজারের চট্টগ্রাম সংবাদদাতা হাবিব মুহাম্মদ আব্দুল মামুন ফারুকী।
আরো উপস্থিত ছিলেন দৈনিক আমাদের চট্টগ্রামের চীফ রিপোর্টার আবুহেনা খোকন, চন্দনাইশ প্রতিনিধি মো. কমরুদ্দিন, জিএসএস নিউজ ২৪. কমের আনোয়ারা প্রতিনিধি বদরুল হক, জাহিদ হাসান জনি, এম. ইয়াছিন আরাফাত, মো. তারেক, আরাফাত হোছাইন, রাসেল প্রমুখ।
পরে প্রধান অতিথি লাভ বাংলাদেশ ফাউন্ডেশন চট্টগ্রাম মহানগর শাখার কমিটি ঘোষণা করেন।
এতে সভাপতি হিসেবে শহীদুল ইসলাম চৌধুরী দুলদুল, সিনিয়র সহ-সভাপতি রিমন রশ্মি বড়ুয়া, সহ সভাপতি এম সাদ্দাম হোসাইন সাজ্জাদ, সাধারণ সম্পাদক হাবিব মুহাম্মদ আব্দুল মামুন ফারুকী, অর্থ সম্পাদক হিসেবে এম ইয়াছিন আরাফাত এর নাম ঘোষণা করা হয়।



ফেইসবুকে আমরা