বাংলাদেশ, , বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫

মোহরা গ্রামে ধর্মীয় জাগরণ সৃষ্টি করেছিলেন রেণু প্রভা চৌধুরী : মফিজুর রহমান

  প্রকাশ : ২০১৯-০২-১৮ ১৬:০৭:২৮  

পরিস্হিতি২৪ডটকম : সৃষ্টির আনন্দ প্রচুর। যিনি সৃষ্টি করেন তিনি ইতিহাস রচনা করেন। আর যাঁরা ইতিহাস ধরে রাখেন তাঁরাও মহান। রেণু প্রভা চৌধুরী মোহরা গ্রামে ধর্মীয় জাগরণ সৃষ্টি করেছিলেন। তাঁর উৎসাহে প্রয়াত সনাতন বন্ধু গৌরাঙ্গ চন্দ্র চৌধুরী ধর্মীয় জীবন যাপন করেছেন রেণু প্রভার মহান সৃষ্টি সুকুমার। মা রেণু প্রভার অনুপ্রেরণা নিয়ে সুকুমার চৌধুরী আজ বাংলাদেশে সু-প্রতিষ্ঠিত। যিনি বাংলাদেশে সমাজসেবায় “মাদার থেরেজা” পুরস্কার পেয়েছেন। ১৭ ফেব্রুয়ারি রোজ রবিবার বিকেল ৪ ঘটিকায় চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগ অফিসে প্রয়াত রেণু প্রভা চৌধুরীর শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে কয়ার চেয়ারম্যান চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জননেতা মফিজুর রহমান উপরোক্ত বক্তব্য রাখেন। প্রয়াতের স্মরণে ১ মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয় এবং শোক প্রস্তাব গ্রহন করা হয়। বঙ্গবন্ধু জন্মশত বার্ষিকী চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি সমীরণ মল্লিকের সভাপতিত্বে এবং বঙ্গবন্ধু জন্মশত বার্ষিকী বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক লায়ন মুজিত দাশ অপুর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন কয়ার মহাসচিব অরুণ চন্দ্র বণিক। আরো বক্তব্য রাখেন কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, প্রণব রাজ বড়ুয়া, নজরুল ইসলাম মোস্তাফিজ, সাংবাদিক রোজী চৌধুরী, সাংবাদিক প্রশান্ত বড়ুয়া। ফটোসাংবাদিক সমীরণ পাল ও আলোকচিত্র সাংবাদিক সজিব দাশ প্রমূখ।



ফেইসবুকে আমরা