বাংলাদেশ, , বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫

ব্রিটিশ পার্লামেন্টে দাঁড়িয়ে মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদী ভারতের স্বাধীনতার জন্য গর্জন দিয়ে বক্তব্য রেখেছিলেন

  প্রকাশ : ২০২৩-০৮-২৩ ১৭:১৩:০২  

পরিস্থিতি২৪ডটকম : ব্রিটিশ বিরোধী আন্দোলনের কিংবদন্তি নেতা তদানীন্তন বঙ্গীয় আইন পরিষদের প্রভাবশালী সদস্য, সাহিত্যিক, সাংবাদিক, সমাজ সংস্কারক, চট্টল গৌরব মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদী বৃটিশ পার্লামেন্টে দাঁড়িয়ে ভারতের স্বাধীনতার জন্য গর্জন দিয়ে বক্তব্য রেখেছিলেন।ইতিহাসের কাল পরিক্রমায় আজ এই ভাষণ ঐতিহাসিক দলিল। সাংবাদিকতা ও সাংবাদিক, সমাজ সংস্কারক, শিক্ষাবিদ হিসাবে তিনি অসাধারণ ভূমিকা রেখেছেন।ভারতের স্বাধীনতার জন্য তিনি ভারতবর্ষের কিংবদন্তি নেতাদের সাথে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছেন।
গতকাল ( ২২ আগস্ট ২০২৩) , মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটায় মুমিন রোডস্থ কদম মোবারক এতিম খানা ও জামে মসজিদের সম্মুখে মাওলানা মোহাম্মদ মনিরুজ্জামান ইসলামাবাদীর ১৪৮ তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর সমাধিতে ও পুস্প মাল্য অর্পণ করার পরে সংক্ষিপ্ত আলোচনায় বক্তরা উপরোক্ত কথা গুলো বলেন।চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্রের সভাপতি ইতিহাসবেত্তা সোহেল মো.ফখরুদ্দিনের সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মুসলমান ইতিহাস ও সাহিত্য সমিতির সভাপতি লায়ন আলহাজ মোহাম্মদ শওকত আলী নূর।আলোচনায় অংশগ্রহণ করেন বিশিষ্ট শিক্ষাবিদ লেখক গবেষক অধ্যক্ষ মোহাম্মদ মুক্তাদের আজাদ খান, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক তারিফ হোসেন, লেখক গবেষক হানিফ মান্নান কাদেরী, মাহমুদ হোসেন,নজরুল ইসলাম চৌধুরী, সিরাজুল ইসলাম চৌধুরী, নাজমুল হক শামীম, দেলোয়ার হোসেন মানিক, ফরিদ উদ্দিন, মোহাম্মদ জাবেদ প্রমুখ।
প্রেস বিজ্ঞপ্তি

 

 



ফেইসবুকে আমরা