পরিস্হিতি২৪ডটকম : জাতীয় মাইজভাণ্ডারী গানের মেলা- ২০১৯ এর ব্যবস্থাপনায় মরমী সম্মাননা হিসাবে মাইজভাণ্ডারী মরমী গোষ্ঠীর সাবেক সভাপতি তার অবদানের স্বীকৃত স্বরুপ উক্ত সম্মাননা প্রদান করেন। গত ১১ নভেম্বর সোমবার হামজারবাগ শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্ট মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন মাইজভাণ্ডারী মরমী গোষ্ঠীর সভাপতি আলহাজ্ব সিরাজুল মোস্তাফা, মোখলেছুর রহমান দুলাল, ফজলুল হক ফজু, মোহাম্মদ মহসিন চৌধুরী, আদিল মাহাবুব আকবরী, আশরাফ উদ্দিন সিদ্দিকী, মোঃ ওমর ফারুক, মোঃ রেজাউল করিম রুবেল, মোঃ জাহিদ সরওয়ার, খোরশেদ আলম, লায়ন ডাঃ বরুণ কুমার আচার্য বলাই, সৈয়দ আসিফ প্রমূখ।
প্রেস বিজ্ঞপ্তি
All right reserved poristhiti24.com 2018-2022.
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত ও পরিস্থিতি২৪ডটকম লিমিটেড (রেজি. নং-১২৮৯৩১) দ্বারা পরিচালিত ।