বাংলাদেশ, , বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫

ভারত ৪৬৪টি ট্যাংক মোতায়েন করছে পাকিস্তান সীমান্তে

  প্রকাশ : ২০১৯-০৫-০৮ ১৪:২৬:১৪  

পরিস্হিতি২৪ডটকম : পাকিস্তান সীমান্তে রাশিয়ার তৈরি ৪৬৪টি ‘টি-৯০’ যুদ্ধ ট্যাংক মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে ভারত। পাকিস্তানের সঙ্গে বিরাজমান অভিন্ন সীমান্তে অতর্কিতে হামলা চালানোর সক্ষমতা জোরদার করার অংশ হিসেবে এ পদক্ষেপ নেয়া হয়েছে বলে ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে।

খবরে বলা হয়েছে, এসব ট্যাংক ২০২২ থেকে ২০২৫ সালের মধ্যে মোতায়েন করা হবে। এ সব ট্যাংক ক্রয়ে ভারতের ব্যয় হবে ১৩,৪৪৮ কোটি রুপি। এ সব ট্যাংকের নৈশ যুদ্ধর সক্ষমতা থাকবে

পাকিস্তান যখন রাশিয়ার কাছ থেকে ৩৬০টি একই ট্যাংক কেনার জন্য আলোচনা অব্যাহত রেখেছে তখন এ পদক্ষেপ নিয়েছে ভারত।

জানা যায়, আগামী ৩০ থেকে ৪১ মাসের মধ্যে ভারতকে প্রথম চালানে ৬৪টি ট্যাংক সরবরাহ করতে পারে রাশিয়া।

ভারতের ৬৭টি সাঁজোয়া রেজিমেন্টের কাছে বর্তমানে টি-৯০ ট্যাংক রয়েছে ১০৭০টি। এছাড়া রয়েছে ১২৪টি অর্জুন ট্যাংক, ২৪০০টি পুরানো টি-৭২ ট্যাংক।



ফেইসবুকে আমরা