বাংলাদেশ, , রোববার, ২২ ডিসেম্বর ২০২৪

ভারতীয় ওষুধসহ চট্টগ্রামে চিকিৎসক আটক

  প্রকাশ : ২০১৯-০৫-১৬ ১৩:২৪:৪০  

পরিস্হিতি২৪ডটকম : নগরীর খুলশী এলাকা থেকে ভারত থেকে অবৈধভাবে আনা ওষুধসহ বাবলু হোসেন (৩০) নামে এক চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার বাবলু সিলেটের কোম্পানিগঞ্জ এলাকার খোরশেদ আলমের ছেলে। তিনি চট্টগ্রামের খুলশী থানাধীন জাকিতর হোসেন রোডের এক বাড়িতে ভাড়া থাকতেন।

বুধবার রাতে ওই চিকিৎসককে গ্রেপ্তার করা হয়। গ্রেফতার ব্যক্তি সিলেটের একটি বেসরকারি মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করা চিকিৎসক বলে জানিয়েছে পুলিশ।

খুলশী থানার ওসি প্রণব চৌধুরী বলেন, “ওই ব্যক্তি সিলেটের রাগীব রাবেয়া মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেছেন। বুধবার রাতে রিকশাভ্যানে করে কয়েক বস্তা ওষুধ নিয়ে যাওয়ার সময় খুলশী এলাকা থেকে তাকে আটক করা হয়। তার সঙ্গে থাকা বস্তা তল্লাশি করে প্যারাসিটামল গ্রুপের বিভিন্ন ভারতীয় কোম্পানির প্রায় দুই লাখ ৪০ হাজার ট্যাবলেট পাওয়া যায়।

এসব ওষুধের আনুমানিক বাজার মূল্য প্রায় ১০ লাখ টাকা। এ ঘটনায় খুলশী থানায় একটি মামলা হয়েছে বলে জানান ওসি।



ফেইসবুকে আমরা