বাংলাদেশ, , শনিবার, ৫ অক্টোবর ২০২৪

বুধবার পদ্মা সেতুর অষ্টম স্প্যান উঠছে

  প্রকাশ : ২০১৯-০২-১৯ ১৬:১৫:৪৫  

পরিস্হিতি২৪ডটকম : পদ্মা সেতুর জাজিরা প্রান্তে অষ্টম স্প্যান উঠছে বুধবার। এ উপলক্ষে মুন্সীগঞ্জের মাওয়ার কুমারভোগের বিশেষায়িত ওয়ার্কশপ থেকে মঙ্গলবার সকালে শরীয়তপুরের জাজিরা প্রান্তের উদ্দেশ্যে রওনা হয়েছে পদ্মা সেতুর অষ্টম স্প্যান।

‘৬ই’ নম্বর নতুন এই স্প্যানটি বসতে যাচ্ছে ৩৬ ও ৩৫ নম্বর খুঁটিতে। লৌহজং উপজেলার মাওয়া প্রান্ত থেকে ৩৬শ মেট্রিকটন ওজন ক্ষমতার ভাসমান জাহাজ তিয়ান-ই এ স্প্যান নিয়ে রওনা হয় বলে জানিয়েছেন পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের।

তিনি জানান, মঙ্গলবার সকালে ১৫০ মিটার দৈর্ঘ্য এ স্প্যানটি নিয়ে মুন্সীগঞ্জের মাওয়া থেকে জাজিরা প্রান্তের উদ্দেশ্যে রওনা হয়েছে ভাসমান ক্রেন তিয়ান-ই। বুধবার সকালের দিকে স্প্যান বহনকারী ক্রেনটি জাজিরা প্রান্তে পৌছতে পারে বলে আশা করা হচ্ছে।

তিনি আরও জানান, এর আগে জাজিরা প্রান্তে ৬টি ও মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে অস্থায়ীভাবে ১টি স্প্যান বসানো হয়। সব কিছু ঠিক থাকলে বুধবার সেতুর ৩৫ ও ৩৬ নাম্বার পিলারে বসতে পারে স্প্যান।



ফেইসবুকে আমরা