বাংলাদেশ, , শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫

বিমানে মাঝ আকাশে প্রাণ গেল বাঙালি যুবকের

  প্রকাশ : ২০১৮-১২-২২ ১১:২১:০৫  

পরিস্হিতি২৪ডটকম : ভারতের ভূবনেশ্বরে কলকাতা-বেঙ্গালুরুগামী ইন্ডিগো বিমানে মৃত্যুর কোলে ঢলে পড়লেন এক যাত্রী৷ তাঁকে বাঁচাতে বিমান জরুরি অবতরণ করেছিলো, তবে এর আগেই প্রাণ হারান তিনি। শনিবার ইন্ডিগো বিমানে কলকাতা থেকে বেঙ্গালুরু যাচ্ছিলেন ওই যুবক৷ খবর ভারতের সংবাদমাধ্যম নিউজ এইটিনের।
জানা গেছে, মৃত যুবকের নাম রাজকুমার কর্মকার৷ শনিবার সকালের ফ্লাইটে তিনি বেঙ্গালুরু যাচ্ছিলেন৷ বিমান টেক-অফ করার মিনিট ৪৫ পরে রাজকুমার বিমানবালাকে বলেন, তিনি অসুস্থ বোধ করছেন৷ চেক করে দেখা যায়, তাঁর হৃদযন্ত্রের গতিও কমে গেছে। অবস্থা সংকটজনক হতে শুরু করে৷
এ অবস্থায় সকাল সোয়া এগারোটার দিকে ভূবনেশ্বর বিমানবন্দরে জরুরি অবতরণ করে বিমানটি৷ পরে বিমানবন্দরের হাসপাতালে নেয়া হলে রাজকুমারকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা৷ বিমানবন্দর থেকেই খবর দেওয়া হয় রাজকুমারের পরিবারকে৷
চিকিৎসকরা জানিয়েছেন, বিমানে থাকাকালীনই মৃত্যু হয় তাঁর৷ রাজকুমারের এক আত্মীয় সুনীল চৌধুরির বলেন, ‘রাজকুমার অসুস্থ ছিলেন৷ ওঁকে আমরা বেঙ্গালুরুতে নিয়ে যাচ্ছিলাম চিকিত্সার জন্য৷ তার আগেই সব শেষ হয়ে গেল৷’



ফেইসবুকে আমরা