বাংলাদেশ, , শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫

বাসচাপায় সাতকানিয়ায় যুবলীগ নেতা নিহত, সড়কে ব্যারিকেড

  প্রকাশ : ২০১৯-০২-১৬ ১৯:৪৯:৫৪  

পরিস্হিতি২৪ডটকম : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ার কেরানীহাটের অদূরে এক সড়ক দুর্ঘটনায় যুবলীগ নেতা দিদারুল আলম (৩৫) নিহত হয়েছে ।

তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তার সহকর্মীরা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ব্যারিকেড সৃষ্টি করে যান চলাচল বন্ধ করে দেয় ।

শনিবার বিকাল সাড়ে তিনটার সময় এ ঘটনা ঘটে । দীর্ঘ দেড় ঘন্টা প্রচেষ্টা চালিয়ে দোহাজারী থানা হাইওয়ে পুলিশ,সাতকানিয়া থানা পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা যৌথ প্রচেষ্টা চালিয়ে সড়ক অবরোধকারীদের সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করতে সক্ষম হয় ।

দোহাজারী হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ মো মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানা যায়, বিকাল সাড়ে তিনটার সময় দিদারুল আলম মোটরসাইকেল নিয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক হয়ে নয়া খালের মুখ এলাকায় যাচ্ছিলেন ।এরই মধ্যে পেছনের দিক থেকে দ্রুত গতিতে ধেয়ে আসা হানিফ পরিবহনের একটি বাস দিদার আলম কে প্রচন্ড জোরে ধাক্কা দেয় । এতে দিদারুল আলমের মোটরসাইকেলটি চূর্ণ-বিচূর্ণ হয়ে দিদারুল আলম ঘটনাস্থলে প্রাণ হারান ।

ঘটনার খবর দ্রুত ছড়িয়ে পড়লে তার সহকর্মীরা সড়কে ব্যারিকেড সৃষ্টি করে এবং দিদারুল আলম এর হত্যাকারী বাস চালকদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। দিদারুল আলম স্থানীয় মৃত রফিকুল ইসলামের পুত্র।



ফেইসবুকে আমরা