বাংলাদেশ, , শনিবার, ৫ অক্টোবর ২০২৪

বঙ্গবন্ধুর জন্মদিনে বিজয় ’৭১-এর শ্রদ্ধা নিবেদন

  প্রকাশ : ২০১৯-০৩-১৮ ১৭:৫৮:৪২  

পরিস্হিতি২৪ডটকম : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে চট্টগ্রামের মুক্তিযুদ্ধের চেতনা ও সামাজিক সংগঠন বিজয়’৭১-এর পক্ষ থেকে গতকাল ১৭ মার্চ রবিবার বিকাল ৩টায় চট্টগ্রাম প্রেসকাবস্থ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় সংগঠনের সভাপতি নাট্যজন সজল চৌধুরী, কার্যকরী সভাপতি মো: জসিম উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক ডা: মো: জামাল উদ্দিনের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি এডভোকেট নিলু কান্তি দাশ নীলমনি, সাবেক সাধারণ সম্পাদক ডা: আর কে রুবেল, সহ সভাপতি ডা: সুভাষ চন্দ্র সেন, স. ম. জিয়াউর রহমান, সাংগঠনিক সম্পাদক রাজীব চক্রবর্তী, এসডি জীবন, প্রচার সম্পাদক জনি বড়ুয়া, সহ অর্থ সম্পাদক বেলাল হোসেন উদয়ন, সহ দপ্তর সম্পাদক সুরেশ দাশ, শিক্ষা বিষয়ক সম্পাদক এইচএম ওসমান সরোয়ার।
শ্রদ্ধা নিবেদনকালে নেতৃবৃন্দরা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতির ও বাঙালি জাতি সত্ত্বার সাহসী ঠিকানা। বঙ্গবন্ধু মানেই স্বাধীন সার্বভৌম স্বাধীন বাংলাদেশ। এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন চকবাজার ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুক্তিযোদ্ধা অমর দত্ত, চট্টগ্রাম মহানগর যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক জাহানারা সাবের, সদস্য শামীম আরা লিপি, নারীনেত্রী সৈয়দা শাহানা আরা বেগম, বিজয়’৭১ হাটহাজারি শাখার সভাপতি ডা: মো: কামাল উদ্দিন, সাংবাদিক আব্দুর রাজ্জাক, শিক্ষক সুমন দত্ত, সংগঠক মো: খোরশেদ আলম প্রমুখ।
প্রেস বিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা