বাংলাদেশ, , বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫

পাকিস্তানি সেনাবহরে আত্মঘাতী হামলা, নিহত ৯

  প্রকাশ : ২০১৯-০২-১৮ ১৩:৪৯:০৯  

পরিস্হিতি২৪ডটকম : কাশ্মীরের পুলওয়ামায় ভারতীয় বাহিনীর ওপরে আত্মঘাতী হামলার তিন দিনের মধ্যেই বালুচিস্তানে আক্রান্ত হল পাকিস্তান সেনার কনভয়। রবিবার বালুচিস্তানে পাক সেনার কনভয়ে হামলা চালায় এক আত্মঘাতী জঙ্গি। স্থানীয় সংবাদমাধ্যমের দাবি, হামলায় অন্তত ৯ পাক সেনা নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে আরো ১১ সেনা সদস্য।
দীর্ঘদিন ধরেই পাকিস্তানের অভিযোগ বালুচিস্তানে জঙ্গি কার্যকলাপের পিছনে ভারতের মদত রয়েছে।
রবিবার বিপুল অভ্যর্থনায় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে বরণ করে পাকিস্তান। পাকিস্তানে সালমান পৌঁছনোর কয়েক ঘণ্টা আগে এই হামলায় পাকিস্তান অস্বস্তিতে পড়তে পারে বলে মত কূটনীতিকদের।
স্থানীয় সংবাদমাধ্যমর খবরে বলা হয়েছে, চীন- পাকিস্তান আর্থিক করিডরের উপরেই তুরবাত ও পঞ্জগুর এলাকার মধ্যে পাক সেনার কনভয়ে আত্মঘাতী হামলা হয়।
বালুচ জঙ্গিদের সংগঠন ব্রাসের মুখপাত্র বালোচ খানের দাবি, ‘আমাদের সংগঠনের সদস্যেরা পাক সেনার টহলদারি দল ও একটি শিবিরে একইসঙ্গে হামলা চালিয়েছে।’বালুচ জঙ্গিরা পাকিস্তানের পাশাপাশি চীন-পাকিস্তান করিডরেরও তীব্র বিরোধী।
২০০৪ সালে চীনের সহযোগিতায় তৈরি গদর বন্দরে জঙ্গি হামলায় তিন চিনা ইঞ্জিনিয়ার নিহত হন। সেই ঘটনাতেও ভারতের দিকে আঙুল তুলেছিল পাকিস্তান। তথ্যসূত্র: নিউজ ১৮, আনন্দবাজার।



ফেইসবুকে আমরা