বাংলাদেশ, , বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫

পহেলা বৈশাখে বন্ধ থাকবে মার্কিন দূতাবাস

  প্রকাশ : ২০১৯-০৪-১১ ১৬:৪৮:১৯  

পরিস্হিতি২৪ডটকম : বাংলা নববর্ষ উপলক্ষে আগামী ১৪ এপ্রিল ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস বন্ধ থাকবে। বৃহস্পতিবার দূতাবাস থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সেখানে বলা হয় বাংলা নববর্ষ উপলক্ষে আগামী রোববার (১৪ এপ্রিল) আমেরিকান সেন্টার, আর্চার কে. ব্লাড আমেরিকান সেন্টার লাইব্রেরি, স্টুডেন্ট অ্যাডভাইজিং সেন্টার এবং কনস্যুলার সেকশন-সহ যুক্তরাষ্ট্র দূতাবাসের সকল অফিস বন্ধ থাকবে।

বাংলা নববর্ষের প্রথম দিন (পহেলা বৈশাখ) বাংলাদেশের জাতীয় ছুটির দিন। তবে আমেরিকান নাগরিকদের জন্য জরুরি সেবা প্রদান করা হবে। এজন্য তারা ৫৫৬৬-২০০০ নম্বরে ফোন করে কর্তব্যরত কর্মকর্তাকে চাইতে পারেন।



ফেইসবুকে আমরা