বাংলাদেশ, , বুধবার, ৯ অক্টোবর ২০২৪

পবিত্র শবে বরাত ২১ এপ্রিল

  প্রকাশ : ২০১৯-০৪-০৭ ১২:৩২:১৯  

পরিস্হিতি২৪ডটকম : বাংলাদেশের আকাশে শনিবার হিজরি শাবান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে ২১ এপ্রিল দিবাগত রাতে সারাদেশে পবিত্র ‘লাইলাতুল বরাত’ বা ‘শবে বরাত’ পালিত হবে।

গতকাল সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম মসজিদের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

মুসলমানদের কাছে এই রাতটি বরকতময় রাত। যেটা লাইলাতুল বরাত বা শবে বরাত নামে পরিচিত। শবে বরাত কথাটি ফারসি থেকে এসেছে। শব মানে রাত, আর বরাত মানে মুক্তি; শবে বরাত অর্থ মুক্তির রাত।

শবে বরাতের আরবি হলো ‘লাইলাতুল বারকাত’। ভারতীয় উপমহাদেশে ‘শবে বরাত’ নামেই অধিক পরিচিত।



ফেইসবুকে আমরা