বাংলাদেশ, , শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

পণ্ডিত নিরোদ লীলা গীতা বিদ্যাপীঠের উদ্যোগে করোনা ভাইরাস সচেতনতা ও মুজিববর্ষ উদযাপনে বিশেষ প্রার্থনা

  প্রকাশ : ২০২০-০৩-১৯ ১৬:২১:১৪  

পরিস্হিতি২৪ডটকম : ফটিকছড়ি হাইদচকিয়া পণ্ডিত নিরোদ লীলা গীতা বিদ্যাপীঠ পরিচালনা পর্ষদের উদ্যোগে গত ১৭ মার্চ ২০২০ মুজিববর্ষ ও করোনা ভাইরাস সচেতনতামূলক কর্মসূচী সংগঠনের পরিচালক পন্ডিত তরুণ কুমার আচার্য কৃষ্ণের পুরোহিত্যে এক সভা ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন বিদ্যাপীঠের অধ্যক্ষ অর্চ্চণা রানী আচার্য, সুশীল আচার্য, ডা. সুশীল, শুভ আচার্য, তুর্ণা আচার্য, সোনারাম আচার্য, বন্ধন আচার্য, দুর্জয় আচার্য, সুজয় আচার্য, স্পন্দন আচার্য, মোহনা আচার্য, মানিক বড়ুয়া, ঝন্টু শীল, তপন দাশ, বিজন শীল, সমীর কান্তি দাশ, নিলু দাশ, দয়াল দত্ত, সোমা চৌধুরী, কাশ্মিরি দাশ, লাকী আচার্য, নিলি আচার্য, কৃষ্ণকলি আচার্য, জয়ন্ত আচার্য, লালন আচার্য প্রমূখ। এই সভায় করোনা ভাইরাস সম্পর্কে বলেন, নিয়মিত জীবণুনাশক বা সাবান বা হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধোয়া উচিত, কাশি বা হাঁচি দিচ্ছেন এমন ব্যক্তি থেকে ৩ ফুট দূরত্ব বজায় রাখা প্রয়োজন, হাত না ধুয়ে চোখ, নাক ও মুখ স্পর্শ করা থেকে বিরত থাকতে হবে, হাঁচি বা কাশি দেওয়ার সময় টিস্যু বা হাতের কনুই দিয়ে নাক ও মুখ ঢেকে রাখতে হবে, যেখানে সেখানে থুথু নিপে করা যাবে না, স্বাস্থ্যসেবায় নিয়োজিত চিকিৎসক বা স্বাস্থ্যকর্মীর পরামর্শ অনুসরণ করে নিরাপদ থাকাই উত্তম পন্থা, অসুস্থ বোধ করলে সতর্ক থেকে মাস্ক ব্যবহার করতে হবে, শিশু, বৃদ্ধ ও ক্রণিক রোগীদের অধিকতর সতর্ক থাকতে হবে, নিজেকে নিরাপদ রাখতে বিদেশ ভ্রমণ না করাই ভালো। সভা ও প্রার্থনা শেষে স্বাধীন বাংলাদেশের প্রথম পত্রিকা দৈনিক আজাদীর কর্তৃক সরবরাহকৃত করোনা ভাইরাস সম্পর্কিত প্রচারপত্র বিলির মাধ্যমে বৃহত্তর জনগোষ্ঠিকে আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। নিজে সচেতন থাকুন এবং অন্যকে সুস্থ রাখুন। প্রায় ১০০০ লিফলেট বিতরণ করা হয়। এসময় পণ্ডিত নিরোদ লীলা গীতা বিদ্যাপীঠের ছাত্র-ছাত্রী, অভিভাবকবৃন্দ সহ পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবাদ বিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা