বাংলাদেশ, , শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে ভারত

  প্রকাশ : ২০১৮-১২-২২ ০৪:৩৭:১১  

পরিস্হিতি২৪ডটকম : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিন সদস্যের পর্যবেক্ষক দল পাঠাচ্ছে ভারত। ২৮ ডিসেম্বর তারা বাংলাদেশ আসবেন। ভারতের মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা বুধবার তিন পর্যবেক্ষকের নাম চূড়ান্ত করেছেন।
ওই তিন নির্বাচন পর্যবেক্ষক হলেন-পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচন অফিসার আরিজ আফতাব, ছত্তিশগড়ের মুখ্য নির্বাচন অফিসার সুব্রত সাহু ও ভারতের নির্বাচন কমিশনের সচিব সুমন কুমার দাস।
ভারতের মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা বলেন, ‘নির্বাচন পর্যবেক্ষণের জন্য আমরা বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনারের কাছ থেকে আমন্ত্রণপত্র পেয়েছি। সেই আমন্ত্রণের ভিত্তিতে তিনজন পর্যবেক্ষক পাঠাচ্ছি।’
আগামী ৩০ একাদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের পরদিন ৩১ ডিসেম্বর দেশে ফিরবেন ভারতের তিন সদস্যের পর্যবেক্ষক দল।



ফেইসবুকে আমরা