বাংলাদেশ, , শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

নাইজেরিয়া উপকূলে ভারতীয় ১৮ নাবিক অপহৃত

  প্রকাশ : ২০১৯-১২-০৫ ১৯:০০:৫৬  

পরিস্হিতি২৪ডটকম : নাইজেরিয়া উপকূলে হংকংয়ের পতাকাবাহী অ্যাংলো-ইস্টার্ন কোম্পানির একটি জাহাজ থেকে ভারতের ১৮ জন নাবিককে অপহরণ করেছে জলদস্যুরা। ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয় খবরটি নিশ্চিত করেছে। খবর ইন্ডিয়া টুডে’র

বৈশ্বিক সমুদ্র ট্রেকিং সংস্থা জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় (স্থানীয় সময়) হংকংয়ের পতাকাবাহী একটি জাহাজ থেকে ১৯ জন নাবিককে অপহরণে করে জলদস্যুরা। তাদের মধ্যে ১৮ জন ভারতীয় এবং এক জন তুরস্কের নাবিক ছিলেন।

ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয় মুখপাত্র রাভিশ কুমার এক বিবৃতিতে বলেছেন, ‘নাইজেরিয়ায় আমাদের মিশন বিষয়টি নিয়ে নাইজেরিয়ান কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে। আমরা আরও কোন তথ্য পেলে আপনাদের জানাবো।’

মন্ত্রণালয়ের অপর এক কর্মকর্তা সংবাদ মাধ্যম সিনহুয়াকে বলেছেন, ‘নাইজেরিয়ায় আমাদের মিশন এমটি নেইভ কন্সটেলেশন অফ বনি জাহাজের অপহৃত ভারতীয় নাবিকদের বিষয়টি নিয়ে নাইজেরিয়ান সরকার ও নিরাপত্তা সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ রক্ষা করছে।’
অপহৃত ভারতীয় চিফ অফিসারের বাবা জানান, তার সন্তান হংকংভিত্তিক অ্যাংলো-ইস্টার্ন কোম্পানিতে গত ১৫ বছর ধরে চাকরি করছেন। মঙ্গলবার রাত দশটার দিকে তার ছেলে স্ত্রীকে বলেছিলেন যে তিনি ডিউটিতে যাচ্ছেন। বুধবার সকালে সংস্থার পক্ষ থেকে জানানো হয় তার সন্তান অপহৃত হয়েছেন।



ফেইসবুকে আমরা