পরিস্হিতি২৪ডটকম : নিম্নচাপের কারণে পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে কনকনে ঠাণ্ডা নেমেছে। সেইসঙ্গে এখানকার সান্দাকফুতে গত কয়েকদিন ধরে তুষারপাত চলছে। তাছাড়া তুষারপাত হচ্ছে সিকিম রাজ্যেও। আর এর সৌন্দর্য দেখতে বিভিন্ন দেশের এসব সীমানা এলাকায় পর্যটকদের ব্যাপক ভিড় জমেছে।
স্থানীয় সংবাদমাধ্যম বলছে, অপরূপ সৌন্দর্যমণ্ডিত সান্দাকফু-ফালুট, গৈরিবাস এবং সিকিমে গত শুক্রবার (১৪ ডিসেম্বর) হালকা তুষারপাত হয়েছিল। এরপর সোমবার (১৭ ডিসেম্বর) থেকে জায়গাগুলোতে একটানা তুষারপাত হচ্ছে। যার রূপ দেখতে কয়েকদিন ধরে দেশি-বিদেশি পর্যটকদের ঢল নামছে দার্জিলিং ও সিকিমজুড়ে।বরফে ঢাকা এলাকা, ছবি: সংগৃহীতজনপ্রিয় পর্যটন এলাকাগুলোতে এখন তুষারপাতের কারণে গাছপালা হয়ে গেছে ধূসর বর্ণের। তাছাড়া ঘরবাড়ির উপরে পড়েছে একটানা সাদা প্রলেপ। সেইসঙ্গে সব রকম বর্ণ আস্তে আস্তে মুছে গিয়ে যেনো সাদা শুভ্রতার উৎসব লেগেছে। যা দর্শন করতে বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা যাচ্ছেন বরফের রাজ্যে। তবে এখানকার রাস্তাজুড়ে বরফ পড়ে যাওয়ায় যাওয়া-আসাতে কিছুটা সমস্যা হচ্ছে। ইতোমধ্যেই প্রায় ১০০ পর্যটক সান্দাকফুর বরফের পাহাড়ে আটকা পড়েছেন। পরে বিপজ্জনক পথে হাঁটু পর্যন্ত জমে থাকা বরফ পেরিয়ে নিচের দিকে নেমে আসেন অনেকেই। তখন তাদের একমাত্র ভরসা ছিল একটি লাঠি।বরফে ঢাকা এলাকা, ছবি: সংগৃহীতআলিপুর আবহাওয়া দফতর বলছে, বুধবার (১৯ ডিসেম্বর) দার্জিলিংয়ের তাপমাত্রা ২ ডিগ্রিতে নেমে গেছে। এর পাশাপাশি সান্দাকফুতে তুষারপাত চলছে। সাদা চাদরে ছেয়ে গেছে এখানকার পাহাড়। আর তাতে আমেজে মজেছেন পর্যটকরা। তাছাড়া পশ্চিমবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার, কালিম্পং, শিলিগুড়িতে ঠাণ্ডায় জবুথবু বাসিন্দারা।বরফে ঢাকা এলাকা, ছবি: সংগৃহীতশুধু দার্জিলিংয়ের সান্দাকফুই নয়, সিকিমের লাচুন, লাচেন, নাথুলা, এমনকি পড়শি দেশ ভুটানের থিম্পুতেও তুষারপাত চলছে। আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, নিম্নচাপের কারণে পাহাড়ি এলাকায় তুষারপাতের আশঙ্কা বেড়ে গেছে। যদিও এটা পর্যটকদের জন্য বড় সম্ভাবনা।বরফে ঢাকা এলাকা, ছবি: সংগৃহীতবুধবার কলকাতায়ও পড়েছে ঠাণ্ডা। এখানের সর্বনিম্ন তাপমাত্রা এখন ১৪.১ ডিগ্রি সেলসিয়াসে। তবে আগে জমলেও এখন কলকাতার আকাশে মেঘ নেই। সরে গেছে। এছাড়া গুঁড়ি গুঁড়ি বৃষ্টিও নেই এখন। কিন্তু ঠাণ্ডা বাতাস বইছে ঠিকই।বরফে ঢাকা এলাকা, ছবি: সংগৃহীতএদিকে, কলকাতার পাশাপাশি বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রামে তাপমাত্রা ১০ থেকে ১২ ডিগ্রির আশপাশে ঘুরছে। ঘুর্ণিঝড় পেতাইয়ের প্রভাব কাটতেই গোটা রাজ্যে হিমেল হাওয়া বইছে। তবে সামনে পশ্চিমবঙ্গের বাতাস হিমেল হবে বলে পূর্বাভাস দিচ্ছে সংশ্লিষ্ট আবহাওয়া অফিস।বরফে ঢাকা এলাকা, ছবি: সংগৃহীতসংবাদমাধ্যম বলছে, দার্জিলিংয়ের তাপমাত্রা ২ ডিগ্রিতে হলেও সান্দাকফুতে আরও কম। এখানে রাতে প্রায় শূন্যের দিকে চলে যাচ্ছে তাপমাত্রা।