পরিস্হিতি২৪ডটকম : ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ থানার কালিগঞ্জ এলাকায় শহিদুল্লাহর পাঁচ তলা একটি বাড়ি শনিবার হেলে পড়েছে। স্থানীয় লোকজন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারকে বিষয়টি জানালে ওই দিন বিকাল ৫ টায় নির্বাহী অফিসার শাহে এলিদ মাইনুল আমিন হেলে পড়া ভবনটি সিলগালা করেছেন। একই সঙ্গে বাড়ি দ্রুত ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে ভবন থেকে ৯টি ভাড়াটিয়া পরিবার ও বাড়ির মালিক শহিদুল্লাহর পরিবারসহ ১০টি পরিবারকে বের করে নিয়ে আসা হয়।
নির্বাহী অফিসার জানান, তিন তলা ফাউন্ডেশনের উপরে বেশি টাকা ভাড়া পাওয়া লোভে ৫ তলা ভবন তৈরি করেন শহিদুল্লাহ। এ করণেই গত দুদিন ধরে ভবনটি পশ্চিম পাশে ৮ ইঞ্চি হেলে পড়েছে।
এলাকাবাসী অভিযোগ করেন, গত ২ ফেরুয়ারি বাড়ি ফাটল ধরলে পাশের বাড়ির মালিক সখিনাসহ এলাকার লোকজন বাড়ির মালিক শহিদুল্লাহকে বাড়িটি ভেঙে ফেলার জন্য চাপ দিয়ে আসছিলেন। কিন্তু এলাকাবাসীর কথা আমলে নেননি শহিদুল্লাহ। ফলে শনিবার বাড়িটি হেলে পড়ে।
All right reserved poristhiti24.com 2018-2022.
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত ও পরিস্থিতি২৪ডটকম লিমিটেড (রেজি. নং-১২৮৯৩১) দ্বারা পরিচালিত ।