পরিস্হিতি২৪ডটকম : কক্সবাজারের টেকনাফে পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ আব্দুর রহমান (২৩) নামে এক মাদক কারবারী নিহত হয়েছেন।
সোমবার ভোরে শিয়াইল্যা পাহাড় এলাকায় এ ঘটনা ঘটে। আব্দুর রহমান সাতঘরিয়া পাড়ার শাহ আলমের পুত্র।
পুলিশ জানায়, ভোররাতে টেকনাফ থানা পুলিশের হাতে আটক আব্দুর রহমানকে নিয়ে শিয়াইল্যা পাহাড়ে অভিযানে গেলে সেখান আগে থেকে ওৎপেতে থাকা তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। পুলিশও আত্মরক্ষার্থে গুলিবর্ষণ করলে দু’পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
পরে ঘটনাস্থল থেকে পুলিশ গুলিবিদ্ধ আব্দুর রহমানকে উদ্ধার করে উপজেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। এ সময় সেখান থেকে ১টি দেশিয় তৈরি এলজি, ৩ রাউন্ড কার্তুজ এবং ৩ হাজার ইয়াবা উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) প্রদীপ কুমার দাশ।
All right reserved poristhiti24.com 2018-2022.
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত ও পরিস্থিতি২৪ডটকম লিমিটেড (রেজি. নং-১২৮৯৩১) দ্বারা পরিচালিত ।