পরিস্হিতি২৪ডটকম : চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশে রবিবার বিকেলে ভূমিধসের ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো অনেকে। খবর সিনহুয়ার।
দেশটির স্থানীয় সরকার জানায়, বিকেল ৪টা ২০ মিনিটের দিকে লুজহোউ নগরীর ঝুং কাউন্টির ফেনশুই শহরে কয়েকটি আবাসিক ভবন ধসে পড়ে। এতে সেখানে ১১ জন আটকা পড়ে।
সোমবার বেলা ১টার দিকে ধ্বংস্তুপের ভিতর থেকে ১১ জনের সকলকে উদ্ধার করা হয়। এদের মধ্যে চারজনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।
এই চারজনের একজন ঘটনাস্থলে ও অপর তিনজন হাসপাতালে মারা যায়। আহত সাতজনকে স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
ভূমিধসে আটকা পড়া লোকদের উদ্ধারে শতাধিক লোক অংশ নেয়।
All right reserved poristhiti24.com 2018-2022.
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত ও পরিস্থিতি২৪ডটকম লিমিটেড (রেজি. নং-১২৮৯৩১) দ্বারা পরিচালিত ।