বাংলাদেশ, , বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫

চীনে আরো এক কানাডিয়ান আটক

  প্রকাশ : ২০১৮-১২-২০ ০৬:১৯:১১  

পরিস্হিতি২৪ডটকম : চীনে আরো এক কানাডিয়ানকে আটক করা হয়েছে। এ নিয়ে কানাডার তৃতীয় কোনো নাগরিককে আটক করলো বেইজিং। হুয়াওয়ের শীর্ষ কর্মকর্তাকে আটকের পর এসব আটকের ঘটনা ঘটে।
গত পহেলা ডিসেম্বর হুয়াওয়ের শীর্ষ আর্থিক কর্মকর্তা মেং ওয়াংঝুকে আটক করে কানাডা। যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তরেরও পরিকল্পনা করে। কিন্তু চীনের পদক্ষেপে পিছু হটে কানাডা। মেংকে জামিনে মুক্তি দেওয়া হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কানাডিয়ান কর্মকর্তা জানিয়েছেন, এই গ্রেপ্তারের সঙ্গে মেংয়ের গ্রেপ্তারের সম্পর্ক আছে কিনা তা জানা যায়নি। এর আগে কূটনীতিক মাইকেল কভরিজ এবং ব্যবসায়ী মাইকেল স্পাভোরকে আটক করা হয়।-রয়টার্স।



ফেইসবুকে আমরা