বাংলাদেশ, , বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫

চাটগাঁর সংবাদের বর্ষপূর্তি পালিত

  প্রকাশ : ২০২২-১১-২৭ ১৭:৫১:১৪  

পরিস্থিতি২৪ডটকম : সাপ্তাহিক চাটগাঁর সংবাদ ও অনলাইন নিউজ পোর্টালের দশম বর্ষপূর্তি অনুষ্ঠান ২৫ নভেম্বর শুক্রবার বিকেলে চট্টগ্রামের প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়। পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. নুরুল আবছার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পতেঙ্গা থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব এম এ লতিফ, উদ্বোধক ছিলেন সাতকানিয়া- লোহাগাড়া নির্বাচিত জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এটিএম পেয়াররুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক প্রফসর ড. মোহাম্মদ শাহাদাত হোসেন, পত্রিকার উপদেষ্টা সম্পাদক আব্দুল কৈয়ূম চৌধুরী। বক্তব্য রাখেন সাতকানিয়া পৌরসভা মেয়র মো. জোবায়ের, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি- চট্টগ্রাম জেলার সেক্রেটারি অধ্যাপক মো. আবু তাহের চৌধুরী, ইউএসটিসির রেজিস্ট্রার আখতারুজ্জামান কায়ছার, এএসএম আজিম উদ্দিন, ব্যাংকার আইয়ুব চৌধুরী, অধ্যক্ষ শিব শংকর শীল, চন্দনাইশ সমিতি- চট্টগ্রামের সভাপতি মোঃ আবু তাহের চৌধুরী, মোহাম্মদ জয়নাল আবেদীন, অধ্যাপক বিবি মরিয়ম, রুহুল কাদের, মো. শহীদুল্লাহ, হুমায়ুন কবির, ওয়াসিম আকরাম, মো. সালাউদ্দিন বাবর, প্রভাস চক্রবর্তী, মো. আবদুল কাদের সাইফুল, মো. মুসা আলম।

বিভিন্ন ক্যাটাগরিতে অবদানের জন্য এ অনুষ্ঠানে ছৈয়দ মোস্তফা চৌধুরী রাজু, আলহাজ্ব এমএ শুক্কুর, আলহাজ্ব নুরুল কবির চৌধুরী, আলহাজ্ব ছফি আহমদ চৌধুরী, মোহাম্মদ ফজলুল আজিম, মো. আবদুল কাদের সাইফুল, মো. মুসা আলম, মো. সালাউদ্দিন বাবর, ওয়াসিম আকরাম ও তৌহিদুল ইসলামকে বিশেষ সম্মাননা প্রদান করা হয় । এতে আরো উপস্থিত ছিলেন মো.মোস্তফা কামাল নিজামী, এস বি জীবন, সৈয়দ শিবলী ছাদেক কফিল, মোস্তাফিজুর রহমান, মো.আব্দুল্লাহ আল মামুন, এস কে সাগর, মো. সোহেল রানা, মো: এনামুল হক মিঠু, শহীদুল ইসলাম, মো. সেলিম উদ্দীন চৌধুরী, মো. জসিম উদ্দীন চৌধুরী, মো.হারুনুর রশিদ, মোহাম্মদ নেজাম উদ্দীন চৌধুরী, কামরুল ইসলাম মোস্তফা, জি এম তাওসীফ, মো. ইকবাল হোসেন, মোঃ রিয়াদুল আলম, এস.এ. নয়ন, তৌহিদুর রহমান, মো.ওসমান হোসেন, এইচ এম সাইফুদ্দীন, মো.জসীম উদ্দিন চৌধুরী, মো: শোয়াইব, মো: মাসুদুল ইসলাম, নুরুল করীম রাশেদ, নুরুল কবীর রিফাত, রাজীব আচার্য্য, মুহাম্মদ আরাফাত হোসেন প্রমুখ। বেলুন উড়িয়ে ও কেক কেটে অনুষ্ঠানমালা উদ্বোধন এবং সাতকানিয়া আদর্শ মহিলা কলেজসহ দেশের খ্যাতনামা শিল্পীদের পরিবেশনায় বর্ণাঢ্য আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এম এ লতিফ এমপি বলেন, দেশের সংকটাপূর্ণ পরিস্থিতিতে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে দেশের সমৃদ্ধি ও উন্নয়নে গণমাধ্যমকে ভূমিকা রাখতে হবে।
আবু রেজা মো. নিজামুদ্দীন নদভী বলেন, দেশের মানুষের প্রত্যাশার চেয়েও অনেকগুণ বেশী উন্নয়ন হয়েছে। প্রধানমন্ত্রীর চট্টগ্রাম ৪ ডিসেম্বর আগমন উপলক্ষ্যে চাটগাঁর সংবাদসহ চট্টগ্রামের গণমাধ্যমগুলোতে গুরুত্বসহকারে নিউজ কাভারের অনুরোধ জানান।
জেলা পরিষদ চেয়ারম্যান পেয়ারুল ইসলাম বলেন, ভালো কাজ করলে ভালো কাজের প্রশংসা পাওয়া যায়। পত্রিকা বা মিডিয়া হলো সমাজের দর্পন। সভাপতি আবছার চৌধুরী বলেন, আমি পত্রিকাটির উদ্যোক্তা হিসেবে সবসময় দেশের সমস্যা, সম্ভাবনা ও করণীয় তুলে ধরার চেষ্টা করেছি।
প্রেস বিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা