বাংলাদেশ, , বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫

চট্টগ্রামের সীতাকুণ্ডে রি-রোলিং মিলে দুর্ঘটনায় দগ্ধ ৬ শ্রমিক

  প্রকাশ : ২০১৯-০৩-১৬ ১৪:২৯:৫২  

পরিস্হিতি২৪ডটকম : চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি রি-রোলিং মিলে দুর্ঘটনায় ছয় শ্রমিক দগ্ধ হয়েছেন। এদের মধ্যে চারজনকে ঢাকায় পাঠানো হয়েছে। শনিবার ভোরে শীতলপুর অটো রি-রোলিং মিলে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, দগ্ধ শ্রমিকদের মধ্যে রিয়াজ হোসেন (২৫), মাঈনুদ্দীন (২৫), মোহাম্মদ মিয়া (৩৫), আমজাদ হোসেনকে (৪০) ঢাকায় পাঠানো হয়েছে। অন্য দুইজন হলেন, শাহ আলম (৫৫) ও জাকির হোসেন (৩২)।
বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) জব্বারুল ইসলাম জানান,পুরনো জাহাজ থেকে লোহা কেটে গলানো হত ওই কারখানায়। এই কাজ করার সময় গলিত লোহা ছিটকে শরীরে পড়লে দগ্ধ হন ছয় শ্রমিক।

তিনি আরও জানান, এদের মধ্যে চারজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। অন্য দুইজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।



ফেইসবুকে আমরা