বাংলাদেশ, , বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫

কক্সবাজারের টেকনাফে সশস্ত্র রোহিঙ্গারা তুলে নিয়ে হত্যা করলো পল্লী চিকিৎসককে

  প্রকাশ : ২০১৯-০২-২৩ ১৫:৫৪:৫৬  

পরিস্হিতি২৪ডটকম : কক্সবাজারের টেকনাফে বন্দুকযুদ্ধে রোহিঙ্গা ক্যাম্প নিয়ন্ত্রণকারী ডাকাত সর্দার নুর আলম নিহত হওয়ার ঘটনায় প্রতিশোধ হিসেবে তার সশস্ত্র অনুসারীরা এক পল্লী চিকিৎসককে ধরে নিয়ে হত্যা করেছে।

জানা গেছে, গতকাল শুক্রবার ভোরে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয় কুখ্যাত ডাকাত নুর আলম। প্রতিশোধ হিসেবে সন্ধ্যায় নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের একদল সশস্ত্র রোহিঙ্গা শালবাগান এলাকায় নিজ ডিসপেনসারিতে কর্মরত ডা. হামিদকে (৪১) অস্ত্রের মুখে তুলে নিয়ে পাহাড়ের পাদদেশে গুলি করে হত্যা করে। পরে ক্যাম্পে নিয়োজিত নিরাপত্তা বাহিনীর সদস্য ও হামিদের স্বজনরা রাত নয়টার দিকে তার লাশ উদ্ধার করেন। রাতেই লাশ উদ্ধার করে পুলিশ পোস্ট মর্টেমের জন্য কক্সবাজার মর্গে প্রেরণ করেন।

ডা. হামিদের বোন তাসনিম ও স্ত্রী ফাতেমা জানান, রোহিঙ্গা দুর্বৃত্তরা পল্লী চিকিৎসক হামিদকে অপহরণ করে পাহাড়ে নিয়ে গুলি করে হত্যা করেছে।

ক্যাম্পের রোহিঙ্গারা বলছে, কুখ্যাত ডাকাত সর্দার, আরসা নেতা নুরুল আলম র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে নিহতের ঘটনায় তার সশস্ত্র অনুসারীরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।



ফেইসবুকে আমরা