বাংলাদেশ, , শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

ওয়ালটন ফ্রিজ কিনে লক্ষ টাকা বিজয়ী মাহাবুল আলমের হাতে পুরস্কার তুলে দিলেন লাবিব মার্কেটিং কোম্পানী

  প্রকাশ : ২০১৯-০৩-১৭ ১৯:৩৬:৩৩  

পরিস্হিতি২৪ডটকম : ডিজিটাল ক্যাম্পেইন- ১৯ সিজন- ০৪ এর আওতায় ফ্রিজ কিনে লক্ষ টাকার ক্যাশ ভাউচার জিতলেন মাহাবুল আলম। ওয়ালটনের এক্সকুসিভ ডিলার লাবিব মার্কেটিং কোম্পানীর উপ-পরিবেশক পাচুরিয়ার মা ইলেক্ট্রনিক্স থেকে একটি ফ্রিজ কিনে ডিজিটাল রেজিষ্ট্রেশন করে স্বয়ংক্রিয়ভাবে লাখ টাকা জেতার এসএমএস পান ক্রেতা তার মোবাইলে। লক্ষ টাকা বিজয়ী মাহাবুল আলমের
হাতে পুরস্কার হস্তান্তর অনুষ্ঠানে সমাজসেবক, শিক্ষানুরাগী ও বিশিষ্ট ব্যবসায়ী লাবিব মার্কেটিং কোম্পানীর চেয়ারম্যান আলহাজ্ব শাখাওয়াত হোসেন বলেন, সিজন- ০৪ ক্যাম্পেইনে যেকোন গ্রাহক ওয়ালটন পন্য ক্রয় করে রেজিষ্ট্রেশন করলে পুরস্কার জেতার সুযোগ রয়েছে। ওয়ালটনই একমাত্র দেশীয় উৎপাদিত মানসম্মত পন্য যা শুধু গ্রাহকদের প্রয়োজন মেটানোর পাশাপাশি স্বপ্নপুরণের সুযোগ করে দিয়েছে। এই উপলক্ষে আজ ১৭ মার্চ ২০১৯ রবিবার সকাল ১১ টায় চট্টগ্রাম কালুরঘাট মৌলভীবাজারস্থ ওয়ালটন এক্সকুসিভ ডিলার লাবিব মার্কেটিং কোম্পানীতে আনুষ্ঠানিকভাবে বিজয়ী মাহাবুল আলমের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এই সময় ওয়ালটন গ্রুপের পক্ষে উপস্থিত ছিলেন ওয়ালটনের ফাস্ট সিনিয়র এসিসট্যান্ট ডাইরেক্টর তারেকুল হক, সিনিয়র এসিসট্যান্ট ডাইরেক্টর মো. মিরাজুল হক মিনা, আলী হায়দার, লাবিব মার্কেটিং কোম্পানীর চেয়ারম্যান আলহাজ্ব শাখাওয়াত হোসেন। উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লাবিব মার্কেটিং কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক দিদারুর আলম, এক্সিকিউটিভ ডাইরেক্টর এরশাদ হোসাইন, মা ইলেক্ট্রনিক্সের সত্বাধিকারী মোহাম্মদ হেলাল, লাবিব মার্কেটিং কোম্পানীর ম্যানেজার কামাল হোসেন, ক্রেডিট অফিসার সুমিত বড়ুয়া, লাবিব হোসাইন, মোহাম্মদ রাকিব প্রমূখ। বিজয়ী মাহাবুল আলম বলেন ফ্রিজ কিনে পুরস্কার জেতা স্বপ্নের মতো লাগতেছে। জীবন এই প্রথমবারের মতো কোন পুরস্কার পেতে যাচ্ছি। তাই শুধু আমি নই এই খুশিতে পুরো পরিবার আনন্দে আত্মহারা।
প্রেসবিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা