বাংলাদেশ, , বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪

এশিয়ান আবাসিক স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

  প্রকাশ : ২০২২-০৬-০৪ ১১:০০:০২  

পরিস্থিতি২৪ডটকম : চট্টগ্রামের অন্যতম বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এশিয়ান আবাসিক স্কুল অ্যান্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান শিক্ষিকা প্রজ্ঞা দত্ত ও সাইফুল ইসলাম এর সঞ্চালনায় প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রফেসর আলী হোছাইন এর সভাপতিত্বে গত ২জুন বৃহস্পতিবার স্কুল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের সহ- সভাপতি ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বোর্ড সদস্য ডাঃ শেখ মোহাম্মদ শফিউল আজম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের সহ-সভাপতি নুরুল আবছার চৌঃ, উপাধ্যক্ষ লায়ন এইচ এম ওসমান সরওয়ার ও কো-অর্ডিনেটর মোহাম্মদ আজম। অনুষ্ঠানে অতিথিরা পরীক্ষার্থীদের হাতে পরীক্ষা উপকরণ তুলে দেন । অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শিক্ষক রাজিবুল ইসলাম। অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন শিক্ষক মোঃ ইউনুছ, তাসনোভা তাহরিন, মোঃ শাহীন,শাহাদাত হোছাইন, ইমতিয়াজ, জান্নাতুল ফেরদৌস, জয়নাব বেগম ও মরিয়ম বেগম, নাজমুন নাহার, ফাতেমা,ফয়জুন্নেছা ও মেজবাহ উদ্দিন প্রমূখ।”অতিথিরা শিক্ষার্থীদেরকে নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও মানুষের সেবায় এগিয়ে আসার আহবান জানান।”
প্রেস বিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা