পরিস্হিতি২৪ডটকম : আত্মমানবতার সেবায় এগিয়ে আসুন এই শ্লোগান নিয়ে এজিএস ফাউন্ডেশনের উদ্যোগে ৫ মে চট্টগ্রাম নগরীর দামপাড়াস্থ রেবতী মোহন লেইন সংগঠনের কার্যালয়ে রমজান উপলে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। সার্বিক সহযোগিতায় ছিলেন এজিএস পরিবার। এ সময় উপস্থিত ছিলেন এজিএস ফাউন্ডেশন এর প্রতিষ্টাতা সভাপতি ও মানবাধিকার নেত্রী সিতারা গফফার, মেরিন ফুডস এর পরিচালক শহিদুল কাদের চৌধুরী, এজিএস ট্রেডিং এর পরিচালক, নাঈমুল কাদের চৌধুরী, এশিয়ান গ্রুপের পরিচালক মোহাম্মদ হাসান, সংগঠক আরাফাতুন্নেছা তানিয়া, ব্যাংকার ফারহানা গফফার সোনিয়া। ইফতার সামগ্রী বিতরণ কালে সিতারা গফফার সংপ্তি বক্তব্যে বলেন, বিত্তশালীদের চিত্তকে উদার করে গরীব অসহায়দের পাশে দাড়াতে হবে। মানুষকে সাহায্য সহযোগিতার মাধ্যমে ইহ জগৎ ও পরকালে পূণ্য লাভ করা যায়। তাই সবাইকে আত্মমানবতার সেবায় এগিয়ে আসার আহবান জানান।
প্রেসবিজ্ঞপ্তি
All right reserved poristhiti24.com 2018-2022.
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত ও পরিস্থিতি২৪ডটকম লিমিটেড (রেজি. নং-১২৮৯৩১) দ্বারা পরিচালিত ।