বাংলাদেশ, , বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫

একাত্তরের স্বপ্নকে পুরোপুরি বাস্তবায়নের জন্যে নৌকা প্রতীককে বিজয়ী করতেই হবে : নুরুল ইসলাম বিএসসি

  প্রকাশ : ২০১৮-১২-১৬ ১২:০৮:৩৯  

পরিস্হিতি২৪ডটকম : চট্টগ্রাম নগরীর অন্তর্গত চান্দগাঁও থানার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান সানোয়ারা ইসলাম বালক উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণ ও মহান বিজয় দিবস উদযাপন বিদ্যালয়ের সভাপতি তরুণ শিল্পপতি আলহাজ্ব জাহেদুল ইসলামের সভাপতিত্বে বিদ্যালয়ের অডিটরিয়ামের অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ, কলামিস্ট, লেখক ও চট্টগ্রাম কৃতিসন্তান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসীকল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আলহাজ্ব নুরুল ইসলাম বিএসসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাঁর সহধর্মিণী আলহাজ্ব সানোয়ারা ইসলাম, বিদ্যালয় পরিচালনা পর্ষদের শিক্ষানুরাগী সদস্য আলহাজ্ব নাজমুল হক নজু, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব আবুল মনছুর চৌধুরী। প্রধান অতিথি তাঁর বক্তব্য বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ১৪ দলীয় প্রার্থীর নৌকা প্রতীককে ভোট দিয়ে বিজয় করে নিয়ে আসতে হবে। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে এছাড়া আর কোন বিকল্প নেই। এবং উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে এটাই একমাত্র পথ। তিনি আরও বলেন, আজ মহান বিজয় দিবস বাঙালি জাতির হাজার বছরের শৌর্যবীর্য এবং বীরত্বের এক অবিস্মরণীয় দিবস। বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন। তিনি শিক্ষার্থীদের দেশপ্রেমিক হওয়ার জন্য নির্দেশনা দেন। তিনি বলেন, আমি চান্দগাঁও থানার জনসাধারণকে শিক্ষিত ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার জন্য বহু শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছি। তোমাদেরকে ভালো পড়ালেখার মাধ্যমে দেশের সেবা করতে হবে। পরে তিনি বিভিন্ন ইভেন্টের বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। সভাপতির বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি হয়।
প্রেস বিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা