বাংলাদেশ, , শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫

রাঙ্গামাটির কাউখালীতে অস্ত্রসহ ইউপিডিএফ’র কেন্দ্রীয় নেতা গ্রেফতার

  প্রকাশ : ২০২২-০১-১৮ ১৩:৫৫:১৭  

পরিস্হিতি২৪ডটকম : রাঙ্গামাটি পার্বত্য জেলার কাউখালী উপজেলার সীমান্ত সংলগ্ন নানিয়ারচরের হাজাছড়ি পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে ইউডিএফ’র(মুল) কেন্দ্রীয় কমিটির সদস্য ও দপ্তর পরিচালক জ্ঞানময় চাকমা(৫২) ওরফে জিতু চাকমাকে অস্ত্রসহ গ্রেফতার করেছে ঘাগড়া আর্মী ক্যাম্পের সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী। মঙ্গলবার (১৮ জানুয়ারি) গভীর রাতে তাকে গ্রেফতার করা হয়।

ঘাগড়া ক্যাম্পের সেনাবাহিনী সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাঙ্গামাটি রিজিয়নের ঘাগড়া আর্মী ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে যৌথ বাহিনীর একটি দল মঙ্গলবার রাত আনুমানিক ২টার সময় হাজাছড়ি এলাকার জনৈক মনিন্দ্র চাকমা পলাশের বাড়িতে অভিযান চালায়।

সেখানে ইউপিডিএফ’র বেশ কয়েকজন সদস্য অবস্থান করছিল। সেনাবাহিনীর উপস্থিতি টের পেলে অনেকে পালিয়ে গেলেও ইউডিএফ’র(মুল) কেন্দ্রীয় কমিটির সদস্য ও দপ্তর পরিচালক জ্ঞানময় চাকমা(৫২) ওরফে জিতু চাকমাকে অস্ত্রসহ গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে একটি শর্টগান, মোবাইল ফোন, মেগাফোনসহ বেশকিছু গুরুত্বপূর্ণ কাগজ উদ্ধার করা হয়। পরে তাকে পুলিশের নিকট সোপর্দ করা হয়।

 



ফেইসবুকে আমরা