বাংলাদেশ, , বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫

আন্তর্জাতিক কেরাত মাহফিলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

  প্রকাশ : ২০১৯-০২-১৬ ২০:১৪:২২  

পরিস্হিতি২৪ডটকম : আন্তর্জাতিক কেরাত সম্মেলন সংস্থা বাংলাদেশ, চিটাগাং প্রাইভেট মাদরাসা এসোসিয়েশন, মোহাম্মদীয়া ফয়জুল উলুম মাদরাসা ও ধর্মপ্রাণ মুসলমানদের সার্বিক সহযোগিতায় আগামী ১৮ ফেব্রুয়ারি আন্তর্জাতিক কেরাত মাহফিল নগরীর চান্দগাঁও আবাসিক এলাকাস্থ সিডিএ পাবলিক স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠিতব্য কেরাত মাহফিল উপলক্ষে প্রস্তুতি সভা ফয়জুল উলুম মাদরাসা মিলনায়তনে ১৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন হাফেজ মোহাম্মদ তৈয়ব। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদস্য সচিব, মানজুর হালিম বোখারী, মাওলানা মোসলেহ উদ্দিন, আলহাজ্ব এম এ তাহের, মাওলানা এনামুল হক, হাফেজ আবদুল মান্নান, হাফেজ আবদুল আজিজ, মাওলানা তৈয়বুর রহমান প্রমুখ। সভায় প্রধান অতিথি বলেন, আল কোরআনের পথই সত্য ও সুন্দরের পথ। আল কোরআনেই আছে মানবজাতির মুক্তি। ১৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক কেরাত মাহফিলে জিকিরের সাথে যোগদান করার জন্য ধর্মপ্রাণ মানুষের প্রতি আহবান জানাই।
প্রেসবিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা