বাংলাদেশ, , বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪

আগামীকাল থেকে পটিয়ায় পিআইবির প্রশিক্ষণ

  প্রকাশ : ২০২২-০৮-০৮ ২৩:৪৩:৫১  

পরিস্থিতি২৪ডটকম /(সৈয়দ শিবলী ছাদেক কফিল) : আগামীকাল মঙ্গলবার থেকে ৩ দিন ব্যাপী পটিয়ায় প্রেস ইন্সটিটিউট বাংলাদেশ (পিআইবি)র আয়োজনে সাংবাদিকদের জন্য বুনিয়াদি ও অনুসন্ধানী শীর্ষক পৃথক দু’টি প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। ডাকবাংলো বুনিয়াদি ও মাধ্যমিক শিক্ষা অফিস (ইউআইটিএস) অনুসন্ধানী প্রশিক্ষণের নির্ধারণ করা হয়েছে। প্রশিক্ষণের সমন্বয়ক জিলহাজ উদ্দীন নিপুন জানান, অনুষ্ঠেয় ৩ ব্যাপী প্রশিক্ষণ দু’টিতে পটিয়া, চন্দনাইশ, আনোয়ারা, বোয়ালখালী, কর্ণফুলীসহ ৮ উপজেলার ৩৫ জন করে মোট ৭০ জন সাংবাদিক প্রশিক্ষণার্থী হিসেবে অংশ নেবেন। প্রশিক্ষণে ৭ জন প্রশিক্ষক থাকবেন।



ফেইসবুকে আমরা